Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজও থেমে-থেমে হতে পারে বৃষ্টি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০১৯, ১১:১৯ AM
আপডেট: ১৮ জুন ২০১৯, ১১:২১ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


অব্যাহত তাপপ্রবাহের মাঝে সোমবার রাত থেকে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি  হয়েছে। আজও থেমে থেমে হতে পারে বৃষ্টি। তবে ভারি বর্ষণের সম্ভাবনা নেই। 

মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এখনও পুরোপুরি সক্রিয় নয়। তবে এর কিছুটা প্রভাবে বৃষ্টি হচ্ছে।

তিনি আরও জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকায় ৩০ মি.মি.বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলসমুহের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে রাতে ও সকালে বৃষ্টিতে রাজধানীতে অফিস ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা কিছুটা দুর্ভোগে পড়েন। সকালে তেমন বৃষ্টি না থাকলেও রাস্তায় জমে থাকা পানিতে চলাচলে সমস্যায় পড়েন। দ্রুতগতিতে যানবাহন চলাচলে রাস্তায় জমে থাকা কাঁদা পানি ছিটকে এসে অনেকের কাপড় নোংরা হয়ে যায়। এতে বিপাকে পড়েন তারা। সড়কে লেগে যায় যানজট।

 

Bootstrap Image Preview