Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাকিব ও লিটনের বিধ্বংসী ব্যাটিংয়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০১৯, ১১:২৬ PM
আপডেট: ১৭ জুন ২০১৯, ১১:২৬ PM

bdmorning Image Preview


গত দুই ম্যাচে হারের ব্যর্থতা ভুলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের বিরাট জয় পেল বাংলাদেশ। এটি চলতি বিশ্বকাপে তাদের দ্বিতীয় জয়। 

প্রথমে টসে হেরে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ৩২২ রানের জয়ের লক্ষে ব্যাটিং করতে নেমে সাকিব ও লিটন দাসের বিধ্বংসী ব্যাটিংয়ের কাছে উড়ে গেল ক্যারিবিয়ানরা। 

৩২২ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান। এটি তাঁর ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। সাকিবের সাথে ব্যাট করতে নামা লিটন দাশ যেনও জ্বলে উঠলেন। চলতি বিশ্বকাপে নিজের প্রথমে ম্যাচে একাদশে জায়গা পেয়ে নিজেকে প্রমান করে ছাড়লেন তিনি।

 ক্যারিবিয়ান বোলারদের  কোন তোয়াক্কা না করে করতে থাকলেন বিধ্বংসী ব্যাটিং। কিন্তু দুর্ভাগ্য লিটন দাসের ৯৪ রান করে অপরাজিত থেকেও সেঞ্চুরি হলো না। কারণ তাঁর আগেই ৭ উইকেটের জয় পেয়ে যায় বাংলাদেশ। 
বাংলাদেশের সংক্ষিপ্ত স্কোরঃ ৩২২/৩ 
তামিম(৪৮), সৌম্য(২৯), মুশফিক(১), সাকিব(১২৪)* লিটন দাশ(৯৪)*। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।

Bootstrap Image Preview