Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ধর্ষণকারীকে রাসায়নিক প্রয়োগে যৌন সক্ষমতা নষ্টের আইন পাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০১৯, ০৬:৩৫ PM
আপডেট: ১৭ জুন ২০১৯, ০৬:৩৫ PM

bdmorning Image Preview


ধর্ষণের পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে প্রণীত হয়েছে নতুন একটি আইন। নতুন এ আইনে শিশু ধর্ষণকারীকে ইনজেকশন প্রদানের মাধ্যমে সারা জীবনের জন্য যৌনক্ষমতা নষ্ট করে দেয়ার বিধান রাখা হয়েছে।

সম্প্রতি শিশু ধর্ষণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে প্রণীত এ আইনে ১৩ বছরের কম বয়সী শিশুদের ধর্ষণকারীদের ক্ষেত্রে এই বিধান রাখা হয়েছে। প্রণীত এ আইনে উল্লেখ করা হয়, ১৩ বছরের কমবয়সী শিশু ধর্ষণের অভিযোগ প্রমাণ হলে অভিযুক্তকে আমৃত্যু কারাবাসের দণ্ড দেয়া হবে। কিন্তু যদি অভিযুক্ত ব্যক্তি প্যারোলে মুক্তি পায় সেক্ষেত্রে মুক্তির পূর্বে তাকে রাসায়নিক ইনজেকশন প্রদান করে আজীবনের জন্য নপুংসক করে দেয়া হবে।

তবে যদি কেউ ইনজেকশন নিতে অস্বীকৃতি জানায় তবে তার প্যারোল বাতিল করে আমৃত্যু কারাবাসের দণ্ড বহাল রাখা হবে।

এছাড়াও আইন প্রণেতারা ধর্ষণকারীদের মানসিক বিকারগ্রস্থ এবং ধর্ষণকে সামাজিক ব্যাধি আখ্যা দিয়ে শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের শাস্তি আমৃত্যু করার পক্ষেই রায় প্রদান করেন।

এর আগে ২০১৬ সালের ১৯ অক্টোবর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের স্বাক্ষরিত এক আইনে দেশেটিতে ধর্ষণের শাস্তি হিসেবে রাসায়নিক প্রদানের মাধ্যমে ধর্ষণকারীকে নপুংসক করার বিধান প্রণয়ন করা হয়।

Bootstrap Image Preview