Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রধান শিক্ষক একাই পড়ান ৩ বিষয়

নরসিংদী জেলা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ জুন ২০১৯, ০৬:৩৪ PM
আপডেট: ১৭ জুন ২০১৯, ০৮:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নরসিংদীর শিবপুরের দেবালেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতায় পাঠদান কার্যক্রমে চলছে নাজুক অবস্থা। 

প্রধান শিক্ষক থাকলেও পর্যাপ্ত সহকারী শিক্ষক না থাকায় ব্যহত হচ্ছে পাঠদান। প্রধান শিক্ষক একাই তিন বিষয়ে পাঠদানের দায়িত্ব পালন করছেন।

বিদ্যালয়টিতে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১১৭ জন। প্রধান শিক্ষক ও দুইজন সহকারী শিক্ষক পাঠদান চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শিক্ষক না থাকায় সময়মত পাঠদান ও মানসম্মত শিক্ষা দিতে হিমশিম খাচ্ছে বিদ্যালয়টি।

৯ জন শিক্ষকের মধ্যে ৬ জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। ২০০২ সালের জানুয়ারী থেকে এই পদগুলো খালি। শুধু তাই নয় এই স্কুলে দপ্তরী পদটিও রয়েছে শূন্য। 

অভিভাবকরা অভিযোগ করে বলেন, শিক্ষার্থী অনুপাতে শিক্ষক নেই। ফলে ঠিকমতো ক্লাসও হয় না। এভাবে একটি বিদ্যালয় চলবে কীভাবে?

শিবপুর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, জেলার শিক্ষকের শূন্য পদের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। যথাসময়ে এসব শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এই বিষয়ে জানতে চাইলে প্রাথমিক জেলা শিক্ষা অফিসার জানান, প্রতি বছরই শিক্ষক নিয়োগ হয়েছে। নরসিংদী জেলায় শিক্ষক স্বল্পতার বিষয়টি ডিসি মহোদয় জানেন। আশা করি শীঘ্রই পর্যায়ক্রমে এই শূন্যতা পূরণ হবে।  

 

Bootstrap Image Preview