Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোদির কাছে সপরিবারে আত্মহত্যার আর্জি কৃষকের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০১৯, ০৩:৫৭ PM
আপডেট: ১৭ জুন ২০১৯, ০৩:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সপরিবার আত্মহত্যার অনুমতি চাইলেন উত্তরপ্রদেশের এক কৃষক। 

বিশুদ্ধ খাবার পানির অভাবে যোগী আদিত্যনাথ সরকারের ওপর ভরসা রাখতে পারেননি তিনি। তাই ওই কৃষক আত্মহত্যার অনুমতি চেয়ে সরাসরি মোদির কাছেই আর্জি জানিয়েছেন।

তার দাবি, বিশুদ্ধ পানি দিতে হবে, তা না হলে সপরিবারে আত্মহত্যার অনুমতি দিতে হবে।

উত্তরপ্রদেশের হাসিয়ান ব্লকে পানির অভাব দীর্ঘ দিনের। ওই ব্লকের বাসিন্দা কৃষক চন্দ্রপাল সিংহ পানির সহ্য করতে না পেরে তিন মেয়েকে নিয়ে আত্মহত্যার আর্জি জানিয়েছেন।

স্থানীয় প্রশাসনিক দফতরে গিয়ে তিনি বলেন, আমাদের এখানে পানীয় জলের কষ্ট। আমার ছোট ছোট মেয়েরা জল খেতে পারে না।

প্রশাসনকে বলে কোনো কাজ হয়নি। পানি এত লবণাক্ত যে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছে আত্মহত্যার অনুমতি চাইছি। তিন মেয়েকে নিয়ে মরতে চাই।

Bootstrap Image Preview