Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদকাসক্তদের দিনে তিনবার বিনা মূল্যে হেরোইন দেবে ব্রিটিশ পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০১৯, ০২:৪১ PM
আপডেট: ১৭ জুন ২০১৯, ০২:৪১ PM

bdmorning Image Preview


মাদকাসক্তদের দিনে তিনবার করে বিনা মূল্যে হেরোইন সরবরাহ করার পরিকল্পনা করছে যুক্তরাজ্যের পুলিশ। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশ অধিদপ্তর ‘শুটিং গ্যালারি’ নামে একটি স্বাস্থ্য কেন্দ্র চালু করতে যাচ্ছে। ইতিমধ্যে সরকার এটির অনুমোদনও দিয়েছে। ওই ক্যাম্পে গিয়ে প্রতিদিন তিনবার করে ‘নিরাপদে’ হেরোইন নিতে পারবে কোনো আসক্ত ব্যক্তি।

স্বাস্থ্য কেন্দ্রটি চালু হবে সামনের শরৎ মৌসুম থেকে। সপ্তায় সাতদিনই এটি চালু থাকবে। হেরোইন নেওয়ার সময় আসক্তদের সাহায্য করার জন্য চিকিৎসকেরাও থাকবেন।

পুলিশ বলছে, ‘এই ব্যবস্থার কারণে অতিরিক্ত আসক্ত ব্যক্তিরা উপকৃত হবেন। তাদের অভ্যাস ধীরে ধীরে নিয়ন্ত্রণে চলে আসবে। অনেক জীবন বাঁচবে। এইডসে আক্রান্ত হওয়ার হার কমে আসবে। কবে যাবে অপরাধও।’

এটি চালু হওয়ার পর একজন মাদকাসক্ত ব্যক্তির পেছনে বছরে প্রায় ১৩ লাখ টাকা ব্যয় হবে ব্রিটিশ সরকারের।

যুক্তরাজ্যের আইন অনুযায়ী হেরোইন নেওয়া এমনিতে গুরুতর অপরাধের পর্যায়ে পড়ে। নিবন্ধনহীন কারো কাছে হেরোইন পাওয়া গেলে সাত বছরের জন্য জেলে যেতে হয়।

সমালোচকেরা বলছেন, পুলিশের নতুন সুবিধা আসক্তদের আরও বিপথে যেতে উৎসাহিত করবে। একই সঙ্গে ‘এ ক্লাসে’র এই মাদকের প্রতি তাদের নির্ভরতা বাড়িয়ে দেবে।

নতুন সুবিধার পক্ষেও অনেকে আছেন। তারা বলছেন, চিকিৎসকের তত্ত্বাবধানে ইনজেকশন নেওয়ার এই সুবিধা আসক্তদের জন্য কাজে আসবে। তারা কিছুটা হলেও স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।

Bootstrap Image Preview