Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পীরের পুত্র পরিচয় দিয়ে টাকা ছিনতাই, ব্যবহৃত গাড়িসহ একজন আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত: ১৬ জুন ২০১৯, ০৮:১৫ PM
আপডেট: ১৬ জুন ২০১৯, ০৯:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সিলেট জেলার গোলাপগঞ্জ চৌমুহনী থেকে এক বৃদ্ধ মহিলার টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার পথে এক ছিনতাইকারীকে তাদের ব্যবহৃত গাড়িসহ আটক করেছে জনতা।

এই ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

রবিবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টায় গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হাজীপুর শুকনা গ্রামের আব্দুল মতিনের স্ত্রী চৌমুনীস্থ নূর ম্যানশনের একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিজ বাড়ী যাওয়ার পথে নূর ম্যানশনের সামনে গাড়ির জন্য অপেক্ষা কালীন সময়ে তিন জন প্রতারক মহিলাকে খালা সম্বোধন করে কাছে আসে।

এসময় তাদের একজন অন্যজনের পরিচয় দিতে গিয়ে বলে তিনি পীর সাহেবের পুত্র। তিনি আপনার টাকাগুলাতে ফু দিলে টাকার পরিমাণ বেড়ে যাবে। সহজ সরল মনে বৃদ্ধ মহিলা হাতের ভ্যানেটি ব্যাগের চেইন খুলে দিলে প্রতারকরা টাকা নিয়ে দ্রুত একটি গাড়িযোগে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। মহিলার ব্যাগে ১ লক্ষ ১৪ হাজার টাকা ছিল বলে তিনি জানান। 

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন মোবাইল ফোনের মাধ্যমে ম্যাসেজ পাঠাতে থাকলে গাড়িটি আটকানোর জন্য প্রথমে ফুলবাড়ী ইউনিয়ন অফিসের সামনে ব্যারিকেড দেয়া হয়, এই ব্যারিকেড ভেঙ্গে ছিনতাইকারীরা আরো অগ্রসর হতে থাকলে হেতিমগঞ্জ বাজারের পশ্চিমে তাদেরকে আটক করতে চাইলে দুজন পালিয়ে যায়।

এসময় তাদের ব্যবহৃত গাড়ি ঢাকা মেট্রো গ ১৩-০০৩০ গাড়ীসহ ছিনতাইকারী নায়েব আলী (৪২) কে জনতা হাতেনাতে আটক করে। নায়েব আলী মৌলভীবাজার জেলার সদর থানার গীর্জাপাড়া গ্রামের মৃত এলাইছ মিয়ার পুত্র। তবে টাকা উদ্ধার করা যায়নি।

পরে পুলিশ সেখান থেকে ছিনতাইকারী নায়েব আলীকে থানায় নিয়ে আসে। অনেকের অভিযোগ এ ঘটনার সঙ্গে স্থানীয় চক্র জড়িত থাকতে পারে।

ধৃত ছিনতাইকারী নায়েব আলীর দেয়া তথ্যে জানা যায় তার সঙ্গে যারা ছিল তাদের বাড়িও মৌলভীবাজার জেলায়।

স্থানীয় লোকজনের অভিমত স্থানীয় প্রতারক চক্রের সহায়তায় অস্থানীয়রা এই কাজ করেছে। পুলিশকে এব্যাপারে আরো তৎপর হওয়ার জন্য বিভিন্ন মহলের পক্ষ থেকে জোরালো দাবী জানানো হয়েছে।    

 

Bootstrap Image Preview