Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ জুন ২০১৯, ০৬:৫৩ PM
আপডেট: ১৬ জুন ২০১৯, ০৭:৩৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


পাবনার ঈশ্বরদীতে কাঠের কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মন্টু কারিকার (৪০) নামের এক মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে পাবনার ঈশ্বরদীর পাকশী বাজার সংলগ্ন নিজের কারখানায় কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। 

তিনি উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রীপাড়ার মৃত মজের কারিকারের ছেলে।

নিহতের প্রতিবেশী মইনুল ইসলাম জানান, নিহত মন্টু ও তার ভাই মজনু দুইজন মিলে পাকশী বাজারে নিজেদের কাঠের দোকানে নকশার কাজ করছিলেন। এই সময় কাঠ মসৃণ করা মেশিনের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে থাকেন মন্টু। বেশ কিছুক্ষণ তাকে একইভাবে থাকতে দেখে ডাকাডাকির পরে গায়ে ধাক্কা দিলে তিনি পরে যান।

অচেতন অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাহাপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার তহিদুল ইসলাম তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাত ১০টায় নিহতের লাশ সাহাপুর পশ্চিমপাড়া কেন্দ্রীয় গোরস্থান ময়দানে দাফন করা হয়।

 

Bootstrap Image Preview