Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাজারে এলো ‘মোদি’ আম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০১৯, ১০:৫৫ PM
আপডেট: ১৫ জুন ২০১৯, ১০:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দ্বিতীয়বারের মত প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। তাকে স্বরণীয় রাখতে আমের কারিগর পদ্মশ্রী উপাধীতে ভূষিত মুসলমান আমচাষী হাজি কালিমুল্লাহ মোদির নামে নামকরণ করা হয়েছে একটি বিশেষ জাতের আমের। মোদি আম নামে পরিচিত এ আম এখন ভারতের বাজারে হিট। 

কালিমুল্লাহ একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিত্বে তিনি মুগ্ধ। তাই তার ফলানো আমের নাম তিনি তার নামেই রেখেছেন।

এখানেই শেষ নয়। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতে পারে যে কেমন হবে আমের স্বাদ। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, স্বাদ এবং ওজন-দুই দিক থেকেই ভারি হবে এই আম।

শীঘ্রই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামেও আরেকটি আমের নামকরণ করবেন বলে জানিয়েছে কালিমুল্লাহ। মোদি ও শাহ আম বাজারে কতখানি প্রভাব ফেলে এখন সেটাই দেখার বিষয়।

তার বাগানে তিনশো ধরনের আম গাছ রয়েছে। আম চাষের জন্য তিনি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন ইতিপূর্বে। গাছের জোড় তৈরি করে মিশ্র জাতের আমের উৎপাদনে পারদর্শী কালিমুল্লাহ এর আগে ‘ঐশ্বর্য রাই’ ও ‘শচিন’ নামের দুটি আম বাজারে ছেড়ে প্রশংসা কুড়িয়েছেন। তার শংকর জাতের আমের নামের সঙ্গে বিশিষ্টজনদের নাম জুড়ে দিয়েছেন তিনি জাত চেনানোর জন্য।

Bootstrap Image Preview