Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার পাকিস্তানের সাবেক প্রেসিডেন্টের বোন ফরিয়াল গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০১৯, ০৯:২৪ PM
আপডেট: ১৫ জুন ২০১৯, ০৯:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির বোন ফরিয়াল তালপুরকে দুর্নীতির অভিযোগে করা এক মামলায় গ্রেফতার করেছে দেশটির শীর্ষস্থানীয় দুর্নীতি বিরোধী সংস্থা- ন্যাশনাল ব্যুরো অব অ্যাকাউন্টিবিলি।

শনিবার (১৫ জুন) ইসলামাবাদের বাসা থেকে তালপুরকে গ্রেফতার করা হয়। এর কয়েকদিন আগে একই মামলায় তার ভাই ও দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকেও গ্রেফতার করা হয়।

মামলায় জারদারি ও তালপুরের বিরুদ্ধে ভুয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পাচার করার অভিযোগ আনা হয়েছে। এছাড়াও সোমবার (১০ জুন) ইসলামাবাদ হাইকোর্ট আসিফ আলি জারদারি ও ফরিয়াল তালপুরের আগাম জামিন বাতিল করে তাদেরকে গ্রেফতারের নির্দেশ প্রদান করেন।

এ ঘটনায় পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সভাপতি বিলওয়াল ভুট্টো তালপুরকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে ঘটনাটিকে তাদের উপর সরকারের চাপ দেয়ার কৌশল হিসেবে উল্লেখ করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘সরকার নির্লজ্জভাবে কাজটি করেছে। এর মাধ্যমে নারীর প্রতি সম্মান দেখাতেও ব্যর্থ হয়েছে তারা। আমরা কোন চাপের কাছে নতি স্বীকার করবো না।’

Bootstrap Image Preview