Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অবশেষে সেই ‘হালাল’ নাইট ক্লাব নিয়ে মুখ খুলল সৌদি আরব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০১৯, ০৯:০৫ PM
আপডেট: ১৫ জুন ২০১৯, ০৯:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


এবার ‘হালাল’ নাইট ক্লাব চালু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ সৌদি আরব। নারীদের গাড়ি চালানো, মাঠে বসে খেলা দেখা ও সিনেমা হল চালুর অনুমতির পর নতুন এ ঘোষণা দেওয়া হলো।

গণমাধ্যমগুলো বলা হয়, দুবাই এবং বৈরুতের নাইট ক্লাব ব্র্যান্ড হোয়াইট এ সপ্তাহেই সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দায় নতুন একটি শাখা খুলতে যাচ্ছে। তবে এটা অন্য নাইট ক্লাবের মতো হবে না। এখানে মদজাতীয় পানীয় পাওয়া যাবে না। কারণ সৌদিতে মদ কেনাবেচা অবৈধ; বরং এখানে থাকবে সব হালাল খাবার। এ ছাড়া এ ক্লাবে থাকবে বিলাসবহুল ক্যাফে এবং লাউঞ্জ। থাকবে ওয়াটারফ্রন্ট ও বিশ্বের খ্যাতনামা মিউজিক গ্রুপের পরিবেশনা। ইলেকট্রনিক ডান্স মিউজিক, বাণিজ্যিক মিউজিক, হিপহপ মিউজিক উপভোগ করা যাবে হালাল এ নাইট ক্লাবে। নাইটক্লাবের লাউঞ্জের একটি অংশে থাকবে নাচের ফ্লোরও, যা নারী-পুরুষ সবার জন্য উন্মুক্ত। মদ ছাড়া হোয়াইটের সব ধরনের সুযোগ-সুবিধাই এখানে পাওয়া যাবে। তবে অ্যালকোহল ছাড়া ককটেল পান করার সুবিধা রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য।

তবে হালাল নাইট ক্লাব সম্পর্কে সৌদি সরকারী কর্তৃপক্ষের কাছে কোনো তথ্য নেই। সৌদি সরকারি সংস্থা (জিইএ) এর তথ্য মতে জেদ্দার ‘হালাল নাইট ক্লাব’ চালু ঘটনা বা প্রস্তুতি সম্পূর্ণ বেআইনী এবং অনুমোদহীন। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় (জিইএ) বিষয়টি তদন্ত করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জেদ্দা শহরের ওই ইভেন্টের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর সংস্কৃতি মন্ত্রণালয়ের এক টুইটে এ খবর জানানো হয়েছে। আয়োজকরা আইন লঙ্ঘণ করেছে বলেও বিবৃতিতে জানানো হয়।

সংস্কৃতি মন্ত্রণালয় (জিইএ) অন্য একটি ইভেন্টের জন্য তাদের অনুমোদন দিয়েছিল কিন্তু তারা বাড়াবাড়ি করেছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় সংস্থাটি।

উল্লেখ্য যে, দুবাই ও বৈরুতের ‘হোয়াইট নাইট ক্লাব’ এটি চালু করছে। এ ক্লাবে বিলাসবহুল ক্যাফে এবং লাউঞ্জসহ যা থাকবে-

- ওয়াটারফ্রন্ট।

- বিশ্বের খ্যাতনামা মিউজিক গ্রুপের পরিবেশনা।

- ইলেক্ট্রনিক ডান্স মিউজিক, কমার্শিয়াল মিউজিক, আরএনবি এবং হিপহপ মিউজিক।

- লাউঞ্জের একটি অংশে থাকবে ড্যান্স ফ্লোর। যা নারী-পুরুষ সবার জন্য এটা উন্মুক্ত থাকবে।

এক কথায় দুবাই ও বৈরুতের ‘হোয়াইট ক্লাবের সব সুবিধাই থাকবে এ নাইট ক্লাবে।

ইসলাম ও কুরআনের ধারক-বাহক হিসেবে পরিচিত সৌদি আরবে ইসলাম বিরোধী কার্যকলাপ মুসলমানদের জন্য বড় বিপর্যয়। তা ইসলাম ও মুসলমানদের জন্য সর্বনাশ বয়ে আনবে।

Bootstrap Image Preview