Bootstrap Image Preview
ঢাকা, ০২ মঙ্গলবার, জুন ২০২০ | ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় বাবার সামনে প্রাণ গেল ৯ বছরের শিশুর

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ জুন ২০১৯, ০৬:৪৬ PM
আপডেট: ১৫ জুন ২০১৯, ১০:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নরসিংদী জেলার তিন উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও আহত হয় আরো ১০ জন।  

শনিবার (১৫ জুন) সকালে শিবপুর বাসস্ট্যান্ডে রয়েল পরিবহন বাসের চাপায় বাবার সামনে প্রাণ হারায় ৯ বছরের শিশু। নিহত বায়েজিদ মাছিমপুর ইউপির দত্তের গাও মধ্যপাড়ার মোঃ মাইনুদ্দিনের ছেলে।  

এদিকে রায়পুরা উপজেলা পলাশতলী এলাকায় ব্যাটারী চালিত অটো ও পিকাপবাহী একটি গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হন ৬ জন।  

আহতরা হলেন, বিলকিছ বেগম (২১), শাহিনূর আক্তার (১৩), সোহাগ (৯), আসাদুল্লাহ (১৪), মোঃ নাহিম (১৯) ও অটোচালক বিল্লাল হোসেন (২৮)।

এসময় অটোটি ধাক্কা লেগে খাদে পড়ে যায়। তাৎক্ষনিক নিহতের কোন ঘটনা ঘটে নাই। ঘটনাটি নিশ্চিত করেন একই এলাকার ব্যবসায়ী মোঃ তাইজুল ইসলাম। 

অন্যদিকে বেলাব উপজেলার সরাবাজ এলাকায় মটরসাইকেল ও ইটবাহী ইছা মাথার সাথে মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।

আহতরা হলেন, শামীম মিয়া (১৯), অলী (২১), আরিফ (২৮), আরিফুল (২২)।

ঘটনাস্থলে ইছা মাথার সাথে সংঘর্ষে খাদে পড়ে যায় মটরসাইকেলটি। এলাকার লোকজন তাদেরকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে যার যার গন্তব্যস্থানে পৌঁছে দেন। 

শিবপুর মডেল থানার ওসি মো. আজিজ বলেন, সকাল ৮টার দিকে বাবার সঙ্গে শিবপুর বাসস্ট্যান্ডে সড়ক পারাপারের সময় রয়েল পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বায়েজিদের মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে পুলিশে দেয়।

ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং ড্রাইভারসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 

Bootstrap Image Preview