Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

টাঙ্গাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকা ক্ষতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০১৯, ০৫:৫৬ PM
আপডেট: ১৫ জুন ২০১৯, ১০:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


টাঙ্গাইলের গোপালপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি গোডাউনসহ প্রায় ১৫টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (১৫ জুন) সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় পঙ্কজ সু স্টোর, অনুকূল চাকী স্টোর, গোপাল চাকী স্টোর, রবি চাকী স্টোর, বিপুল চাকী স্টোর, তপন চাকী ব্রাদার্স, প্রণয় গ্লাস হাউজ, আপন ফেব্রিক্স ও হাসান শামীম সু স্টোরের দু’টি গোডাউন সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। ফলে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা দিশেহারা হয়ে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে আপন ফেব্রিক্স নামের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় কাপড়ের দোকানের পাশে থাকা ক্যামিকেল ও জুতার গোডাউনে আগুন লেগে গেলে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে কাপড়ের দোকানে বৈদ্যুতিক শটসার্কিটের ফলে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডিএডি মো. আব্দুর রাজ্জাক জানান, গোপালপুর বাজারে আগুন লাগার খবর পেয়ে গোপালপুর, মধুপুর এবং ধনবাড়ী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান। এসময় তারা প্রায় দেড় ঘণ্টা যৌথ প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরবর্তীতে স্থানীয় সাংসদ ছোট মনির ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ প্রতি দোকানীকে পাঁচ বান ঢেউটিন এবং আর্থিক ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দেন।

এছাড়াও গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুনসহ প্রমুখ ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Bootstrap Image Preview