Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

থিম পার্ক নির্মাণে সমুদ্রে ডোবানো হল বিমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০১৯, ০২:৫৮ PM
আপডেট: ১৫ জুন ২০১৯, ০২:৫৮ PM

bdmorning Image Preview


সমুদ্রের নিচে বিশ্বের সব বড় থিম পার্ক তৈরি করছে বাহরাইন। আর সেটির জন্য পুরো একটি বিমানকে নিয়ে যাওয়া হচ্ছে সমুদ্রের নিচে। সম্প্রতি বিশাল এই বিমান নিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ পেয়েছে।

প্রায় ১ লক্ষ বর্গ মিটার এলাকা জুড়ে তৈরি হচ্ছে এই থিম পার্ক। আর সেই থিম পার্ক সাজানোর জন্য একটি ৭০ মিটার লম্বা বোয়িং ৭৪৭ বিমানকে ডোবানো হবে সমুদ্রের নিচে। এই বিমানটিই থিম পার্কের অন্যতম আকর্ষণ হবে বলে দাবি করা হয়েছে।

থিম পার্কটি আগস্টেই খুলে যাবে। গত কয়েক মাস ধরেই এর প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই বাতিল একটি বিমানকে সমুদ্রের পানির ওপর দিয়ে ভাসিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই বিশাল কর্মকাণ্ডের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। বিমানটিকে পানির নিচে নিয়ে যাওয়ার আগে তাতে কিছু পরিবর্তন করা হয়েছে। সেই সঙ্গে নতুন করে রং করা হয়েছে।

বিমানটির রং ও অন্যান্য উপাদান যাতে পানির তলায় পরিবেশের কোন ক্ষতি না করে তার জন্য বিশেষ নজর রাখা হয়েছে বলে জানিয়েছেন বাহরাইনের পর্যটন মন্ত্রণালয়ের মুখপাত্র। শুধু বিমানই নয়, এই থিম পার্কে প্রবাল প্রাচীরসহ অন্যান্য আকর্ষণও থাকছে। এই পুরো প্রকল্পটি বাহরাইন সরকার, সুপ্রিম কাউন্সিল অফ এনভায়রনমেন্ট ও একাধিক বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করছে।

Bootstrap Image Preview