Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিতে বাধা দেবে কংগ্রেস: ন্যান্সি পেলোসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০১৯, ০২:৫৫ PM
আপডেট: ১৫ জুন ২০১৯, ০২:৫৫ PM

bdmorning Image Preview


মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, সৌদি আরবের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অস্ত্র বিক্রির পরিকল্পনা নিয়েছেন তাতে বাধা দেবে কংগ্রেস। ২০১৫ সাল থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে এবং এতে মার্কিন অস্ত্র ব্যবহার করছে।

বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের একটি ফোরামে দেয়া বক্তৃতায় পেলোসি একথা বলেন। তিনি জানান, প্রতিনিধি পরিষদে শিগগিরি এ বিষয়ে ভোটাভুটি হবে যাতে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিতে বাধা দেয়া যায়। তিনি আরো বলেন, সৌদি আরবের কাছে যাতে কোনো ব্যক্তি নিজ কর্তৃত্বে অস্ত্র বিক্রি করতে না পারে সেজন্য এই ভোটাভুটির আয়োজন করা হবে। বিষয়টি নিয়ে প্রতিনিধি পরিষদ লড়াই করবে। সৌদি আরব হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মুসলিম মিত্র।

প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যা অজুহাত দিয়ে মার্কিন কংগ্রেসকে এড়িয়ে সৌদি আরবের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে চাইছেন। এজন্য তিনি ইরানকে বিরাট বড় হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু কংগ্রেস বিষয়টিকে আমলে নিতে রাজি নয় বলে তিনি কংগ্রেসকে এড়াতে চান।

Bootstrap Image Preview