Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শুক্রবার, অক্টোবার ২০১৯ | ২ কার্তিক ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

ঈদযাত্রায় প্রাণ হারিয়েছেন ২৯৮, আহত ৮৬০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০১৯, ০১:২২ PM
আপডেট: ১৫ জুন ২০১৯, ০১:২২ PM

bdmorning Image Preview


ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌ-পথে মোট ২৫৬টি দুর্ঘটনায় ২৯৮ জন নিহত ও ৮৬০ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ৩০ মে থেকে ১১ জুন পর্যন্ত ১৩ দিনে দেশের সড়ক মহাসড়কে ২৩২টি দুর্ঘটনায় ২৭৩ জন নিহত ও ৮৪৯ জন আহত হয়েছেন।

এছাড়া সড়ক, রেল ও নৌ-পথে সম্মিলিতভাবে ২৫৬টি দুর্ঘটনায় ২৯৮ জন নিহত ও ৮৬০ জন আহত হয়েছেন বলে জানান তিনি।

Bootstrap Image Preview