Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

টার্গেট পূরণ না হলেই শ্রমিকদের ওপরে চলে যৌন নিপীড়ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০১৯, ১০:২৬ AM
আপডেট: ১৫ জুন ২০১৯, ১০:২৬ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


যুক্তরাজ্যভিত্তিক জরিপ প্রতিষ্ঠান অ্যাকশন এইড ইউকের এক জরিপে উঠে আশা তথ্য বলছে , ‘বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকরা কারখানার ভেতরেই যৌন সহিংসতা, হয়রানি ও নিপীড়নের শিকার হচ্ছে’।   

এতে বলা হয়, পোশাক উৎপাদনের টার্গেট পূরণ করতে না পারায় নিপীড়নের শিকার হতে হয় নারী শ্রমিকদের। জরিপে অংশ নেওয়া অনেকেই সহকর্মীকে কারাখানার ফ্লোরে যৌন হয়রানির শিকার হতে দেখেছেন। অনেকে আবার গর্ভবতী হওয়ার কারণে ছাঁটাইয়ের শিকার হয়েছেন।

শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়, পরিবারের কথা চিন্তা করে তারা কাজ চালিয়ে যান। তবে এ সব হয়রানি বন্ধ হলে শান্তিতে কাজ করতে পারতেন বলেও জানান।

রাজধানী ঢাকার দুশ কারখানার শ্রমিকদের ওপর জরিপ চালিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে অ্যাকশন এইড ইউকে। বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সম্মেলন (আইএলসি) চলমান রয়েছে। গত সপ্তাহে জেনেভায় প্রতিবেদনটি প্রকাশ করে সংস্থাটি।

Bootstrap Image Preview