Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সমুদ্রে ডুবিয়ে দেয়া হচ্ছে আস্ত একটি বিমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০১৯, ০৩:২৯ PM
আপডেট: ১৪ জুন ২০১৯, ০৩:২৯ PM

bdmorning Image Preview


ঘটনা আজগুবি মনে হলেও সত্যিই বিমানটি ডুবিয়ে দেয়া হবে বাহারাইনের সমুদ্রের পানির নিচে। সম্প্রতি বিশাল ওই বিমান পানির নিচে যাওয়ার এমন একটি ভিডিও প্রকাশ পেয়েছে এনডিটিভির খবরে।

সোমবার এক সাংবাদিক সম্মেলনে ওই ঘোষণা দেয়া হয়। বোয়িং ৭৪৭ মডেলের ৭০মিটার লম্বা বিমানটি ডোবানো হচ্ছে সমুদ্রের তলায়। এই বিমানটিই থিম পার্কের অন্যতম আকর্ষণ হবে বলে দাবি করা হয়েছে। তবে জানা গেছে মধ্যপ্রচ্যের দেশ বাহারিন সমুদ্রের নিচে বিশ্বের সব বড় থিম পার্ক তৈরি করছে।

তাই এই বিশাল কর্মকাণ্ড। বিমানটি পানির তলায় নিয়ে যাওয়ার আগে তাতে কিছু পরিবর্তন আনা হয়েছে। সেই সঙ্গে নতুন করে রঙ করা হয়েছে।

বিশ্বের সব বড় থিম পার্ক তৈরি করছে। প্রায় ১ লাখ বর্গ মিটার এলাকা জুড়ে তৈরি হচ্ছে এই থিম পার্ক। পার্কটি অাগস্টেই খোলা হবে। গত কয়েক মাস ধরেই এর প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই বাতিল একটি বিমানকে সমুদ্রের পানির ওপর দিয়ে ভাসিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুধু বিমানই নয়, ওই থিম পার্কে প্রবাল প্রাচীরসহ অন্য আকর্ষণও থাকছে। এই গোটা প্রকল্পটি বাহারিন সরকার, সুপ্রিম কাউন্সিল অফ এনভায়রনমেন্ট ও একাধিক বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করছে।

বিমানটির রঙ ও অন্য উপাদান যাতে পানির তলায় পরিবেশের কোনও ক্ষতি না করে তার জন্য বিশেষ নজর রাখা হয়েছে বলে জানিয়েছেন বাহারিনের পর্যটন মন্ত্রণালয়।

Bootstrap Image Preview