Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নিলামে বউ জেতার সুযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০১৯, ১০:২৩ AM
আপডেট: ১৪ জুন ২০১৯, ১০:২৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মাসে একবার দিয়ে নিলামে অংশ নিয়ে বউ জেতার সুযোগ পাচ্ছেন পর্যটকরা। নেদারল্যান্ডের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত আমস্টারডামে এ নিয়ম চালুর পর রীতিমতো হইচই পড়ে গেছে। গতবছর এ সুযোগ চালুর পর দেশটিতে পর্যটকের সংখ্যা শুধু বেড়েই চলেছে। ন্যূনতম ১০০ পাউন্ড আপনিও নিতে পারেন এই সুযোগ। 

নতুন নিয়মে এ শহরে আপনি কখনো ঘুরতে গেলে বিয়ে করতে পারবেন এ শহরের এক সুন্দরীকে। তাও আবার এক দিনের জন্য। বিয়ের দিনই ওই সুন্দরীর সঙ্গে আপনি সারা শহর ঘুরে দেখতে পারবেন।  নিয়মে বলা হয়েছে, জুন থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই সময়ে দর্শনার্থীরা বিয়ে করতে পারবেন এ শহরেরই এক সুন্দরীকে।

বিশ্বের অন্যতম প্রধান বন্দর ও বাণিজ্যকেন্দ্র হচ্ছে আমস্টারডাম। পরিবেশ এবং পরিকাঠামোর জন্য জীবন-যাপনের মানের বিচারে দ্বাদশ শ্রেষ্ট শহরের মর্যাদা দেয়া হয়েছে আমস্টারডামকে। বিখ্যাত আমস্টারডাম বাসিন্দাদের মধ্যে রয়েছেন অ্যানে ফ্রাঙ্কের ডায়রি খ্যাত ডায়রিস্ট অ্যানে ফ্রাঙ্ক, শিল্পী রেমব্র্যান্ড্ট ভ্যান রিজান এবং ভিনসেন্ট ভ্যান গঘ এবং দার্শনিক বারুচ স্পিনোজা। আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ, বিশ্বের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত।

আমস্টারডামের প্রধান আকর্ষণের তালিকায় রয়েছে রিজক্সামুয়েসিয়াম, ভ্যান গগ যাদুঘর, স্টেডিলিযক জাদুঘর, হেরিটেজ আমস্টারডাম, অ্যান ফ্রাঙ্ক হাউস, আমস্টারডাম মিউজিয়াম ও রেডলাইট জেলা।

শহরটি তার নৈশজীবন এবং উৎসব কার্যকলাপের জন্য অনেক সুপরিচিত। কয়েকটি বিখ্যাত নাইটক্লাবও রয়েছে এখানে। এটি বিশ্বের সবচেয়ে বহুজাতিক শহরগুলোর মধ্যে অন্যতম একটি, যেখানে কমপক্ষে ১৭৭টি জাতির মানুষের প্রতিনিধিত্ব রয়েছে।

দেশটির পর্যটন দফতর জানিয়েছে, এ শহরে পর্যটকদের সংখ্যা দিনে দিনে বাড়ছে। এ শহরের জনসংখ্যা প্রায় এক লক্ষের কাছাকাছি। আর প্রতি বছর প্রায় ৫ লক্ষ আন্তর্জাতিক পর্যটক আমস্টারডাম ভ্রমণ করেন। এত বেশি সংখ্যক পর্যটকদের আসা যাওয়া শহরের মানুষের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। তাই পর্যটকদের সঙ্গে আমস্টার্ডামবাসীদের সুসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Bootstrap Image Preview