Bootstrap Image Preview
ঢাকা, ২৩ সোমবার, সেপ্টেম্বার ২০১৯ | ৮ আশ্বিন ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

আজকের ম্যাচ পরিত্যাক্ত হলে কাদের হবে শাপে বর, ভারত নাকি নিউজিল্যান্ড?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০১৯, ০৬:৪০ PM
আপডেট: ১৩ জুন ২০১৯, ০৭:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আজ বৃহস্পতিবার (১৩ জুন) বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে সময়ের দুই সেরা ক্রিকেট পরাশক্তি ভারত ও নিউজিল্যান্ড। যদিও বৃষ্টির বাগড়ায় এখন পর্যন্ত এই ম্যাচ টস পর্যন্তই গড়াতে পারেনি। তাই জোড় সম্ভাবনা আছে আজকের ম্যাচ বৃষ্টিতে পরিত্যাক্ত হবার।

নিউজিল্যান্ড ইতিমধ্যেই খেলেছে ৩টি ম্যাচ। আর ৩টি ম্যাচই জেতার ফলে বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে ভারত এখন পর্যন্ত খেলেছে ২টি ম্যাচ। আর তারাও তাদের ২টি ম্যাচ জেতার মধ্য দিয়ে রয়েছে পয়েন্ট তালিকার ৪ নম্বরে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকের ম্যাচ যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তা হলে কেমন হতে পারে পয়েন্ট তালিকা?

ইতিমধ্যেই বৃষ্টিতে ভেস্তে গিয়েছে বিশ্বকাপের তিনটি ম্যাচ। আজকের নিউজিল্যান্ড বনাম ভারতের ম্যাচটিও যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তখন দুই দলের মধ্যে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের পয়েন্ট হবে ৪ ম্যাচের পর ৭ এবং ভারতের পয়েন্ট হবে ৩ ম্যাচের পর ৫। ফলে নিউজিল্যান্ড পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও ভারত উঠে আসবে তালিকার তৃতীয় স্থানে।

অপরদিকে, ম্যাচ যদি বৃষ্টির কারণে পরিত্যাক্ত না হয়, সেক্ষেত্রে ভারত জিতলে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে উঠে আসবে। এছাড়াও ভারত যদি নেট রান রেট বাড়িয়ে নিতে পারে, তা হলে এক নম্বরে উঠে আশার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ড জিতলে ৮ পয়েন্ট নিয়ে ধরে রাখতে পারবে পয়েন্ট তালিকার শীর্ষে স্থান এবং ভারত ৪ পয়েন্ট নিয়ে থেকে যাবে চার নম্বরেই।

ইতিমধ্যেই বৃষ্টিতে তিনটি ম্যাচ ভেস্তে যাওয়ার জন্য যথাক্রমে শ্রীলঙ্কা ২ পয়েন্ট, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ১ পয়েন্ট করে খুইয়েছে। রিজার্ভ ডে না থাকা নিয়ে বিতর্কও দেখা দিয়েছে। না হওয়া খেলাগুলি গ্রুপ পর্বের শেষে কতটা পার্থক্য গড়ে দেবে, সেটাই এখন দেখার বিষয়।

প্রসঙ্গত, এবারের বিশ্বকাপেই সর্বোচ্চ সংখ্যক (৩টি) ম্যাচ পরিত্যাক্ত হয়েছে। যদি আজকের ম্যাচটিও পরিত্যাক্ত হয় তবে সেই পাল্লাটা ভারি হবে আরো কিছুটা।

Bootstrap Image Preview