Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাজেটে এমপিওভুক্তির জন্য বিশেষ বরাদ্দ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০১৯, ০৬:১৫ PM
আপডেট: ১৩ জুন ২০১৯, ০৬:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


২০১৯-২০ অর্থবছরের বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় নিয়ে আসার জন্য বিশেষ বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে এই বাজেট উত্থাপন শুরু হয়। বাজেট উত্থাপন শেষ হয় পৌনে ৫টার দিকে।

অসুস্থতা নিয়েই আজ জাতীয় সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বাজেট উত্থাপন শুরু করার কিছুক্ষণ পর অসুস্থতার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাজেট উত্থাপনের অনুরোধ জানান। পরে স্পিকারের অনুমতি নিয়ে বাজেট উত্থাপন করেন প্রধানমন্ত্রী।

প্রথমবারের মতো জাতীয় সংসদে বাজেট উপস্থান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী বাজেট উপস্থাপন করেননি।

সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে বিভিন্ন খ্যাতে বরাদ্দের পাশাপাশি শিক্ষাখাতেও বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে বলা হয়, দেশের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে যেসব প্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় আসেনি, সেসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি কার্যক্রমের আওতায় আনতে বাজেটে প্রয়োজনীয় অর্থের যোগান রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

এবারের বাজেট দেশের ৪৮তম, আওয়ামী লীগ সরকারের ২০তম এবং অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেট। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। দেশের ৪৮ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি।

Bootstrap Image Preview