Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইএসের দুর্ধর্ষ জঙ্গি ভারতে গ্রেফতার; পর্যটন কেন্দ্রে হামলার পরিকল্পনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০১৯, ০১:৩৮ PM
আপডেট: ১৩ জুন ২০১৯, ০১:৩৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর তামিলনাড়ু সেলের মাস্টারমাইন্ড মোহম্মদ আজহারুদ্দিনকে গ্রেফতার করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বুধবার তামিলনাড়ুর কোয়েম্বাটোরের ৭টি জায়গায় অভিযান চালিয়েছে এনআইএ। এ সময় আজহারুদ্দিন গ্রেফতার হন। 

জানা গেছে, আইএস সংশ্লিষ্ট বিষয় নিয়ে এনআইএ নতুন একটি মামলা করেছে। এ প্রেক্ষিতে বুধবার দিনভর ওই অভিযান চালানো হয়েছে। 

মোহাম্মদ আজহারুদ্দিন শ্রীলঙ্কার ইস্টার হামলার মাস্টারমাইন্ড জাহরান হাশিমের ফেসবুক ফ্রেন্ড। এ বিষয়ে তদন্তের অগ্রগতির জন্য বুধবার সকাল থেকে কোয়েম্বাটোরের সাতটি জায়গায় অভিযান চালায় এনআইএ। চলতি বছরের এপ্রিলে সন্ত্রাসবাদী মামলায় জড়িত সন্দেহে রিয়াজ আবুবকরকে গ্রেফতার করে এনআইএ। 

এনআইএ-এর দাবি, কেরালা পর্যটন কেন্দ্রে আত্মঘাতী হামলার ছক কষেছিল আবুবকর। ২৯ বছরের এই সন্ত্রাসবাদী জাহরান হাশিমের জেহাদি বক্তৃতা ও ভিডিও অনুসরণ করতেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, ভারতের দক্ষিণের রাজ্যগুলোতে ইসলামিক স্টেটের উপস্থিতি বেড়েছে। কয়েকদিন আগেই নিহত হন ইসলামিক স্টেটের কেরালা শাখার প্রধান রশিদ আবদুল্লাহ। আফগানিস্তানে মার্কিন বোমারু বিমানের হামলায় ওই জঙ্গি ছাড়াও নিহত হন আরও পাঁচ ভারতীয় জেহাদি। তামিলনাড়ু, কেরালা ছাড়াও ভারতের অন্যান্য রাজ্যে ঘাঁটি গড়তে চাইছে আইএস।

Bootstrap Image Preview