Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

যে ৪ ধরনের নারীদের প্রতি ভুলেও দেয়া যাবে না কুনজর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০১৯, ০১:০৪ PM
আপডেট: ১৩ জুন ২০১৯, ০১:০৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নারীকে বলা হয় মায়ের জাত। নারীকে সম্মান দেয়ার ক্ষেত্রে এই কথাটা সবার আগে উচ্চারিত হয়। এদের সম্মান দিতেই হবে। কারণ নারী সন্তান জন্ম দেয়, মাতৃত্ব গ্রহণ করে ও লালন-পালন করে থাকে।

সেখানে বলা হয়েছে, তাদের প্রতি কুনজর দিলে মহাপাপ হয়। আর এমন কিছু করলে সারাজীবন তার ফল ভোগ করতে হবে। এবার জেনে নেয়া যাক কোন চার ধরনের নারীর প্রতি কুনজর দেয়া যাবে না- নারীকে সম্মান দিতে হবে কারণ নারী সন্তান জন্ম দেয়, নারী মাতৃত্ব গ্রহণ করতে পারে।

আজ আপনাদের জন্য মজার কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। মহাকবি তুলসীদাস বিরচিত ‘রামচরিতমানস’-এ চার ধরনের মহিলার কথা বলা হয়েছে। যাদের প্রতি কোন ভাবেই কু-নজর বা অসম্মান করা যাবে না।

তাদের প্রতি কুনজর দিলে তা মহাপাপ হয়। এমন করলে সারাজীবন তার ফল ভুগতে হয় বলেই দাবি করা হয়। চলুন তাহলে জেনে নেয়া যাক কোন ৪ ধরনের নারীর প্রতি কুনজর দেয়া যাবে না-

ভাতৃবধূ

ছোট ভাইয়ের স্ত্রী বাড়ির পূত্রবধূর সমান। তার দিকে কুনজর কখনও দেওয়া উচিত নয়। এমন কাজ কেউ করলে তার ফল খারাপ হয়। কোনওভাবেই এই পাপের প্রায়শ্চিত্ত করা যায় না।

পুত্রবধূ

পুত্রবধূ নিজের মেয়ের সমান হয়। তার সম্মান রক্ষা করা গোটা পরিবারের কর্তব্য। ভুলেও নিজের পুত্রবধূকে অপমান করা উচিত নয়। অপমানিত হতে দেখলেও তার প্রতিবাদ করা উচিত।

নিজের মেয়ে

নিজের মেয়ের সম্মান করা, যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে তাকে রক্ষা করা সব পিতার কর্তব্য। নিজের কন্যার সঙ্গে খারাপ ব্যবহার করা থেকে বড় পাপ আর কিছু নেই। কেউ এমন করলে তা মহাপাপ হয়।

নিজের ছোট বোন

নিজের ছোট বোনকে মেয়ে আর বড় বোন মাতৃসম। কেউ যদি নিজ স্বার্থে বোনকে অপমান করে বা তার লাঞ্ছনা সহ্য করে, তবে সেই ভাইয়ের কপালে অনেক দুঃখ থাকে।

Bootstrap Image Preview