Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জম্মু-কাশ্মিরে গেরিলাদের হামলায় সিআরপিএফ কর্মকর্তাসহ নিহত ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০১৯, ১০:১৫ AM
আপডেট: ১৩ জুন ২০১৯, ১০:১৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলায় গেরিলাদের হামলায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফের কর্মকর্তাসহ ৫ নিহত হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় এক গেরিলা নিহত হয়েছে।

বুধবার (১২ জুন) বিকেল পাঁচটা নাগাদ হঠাৎ গেরিলা হামলায় নিহত সিআরপিএফ জওয়ানরা হলেন, সহকারী উপ-পরিদর্শক নীরু শর্মা, কনস্টেবল এস কুমার, কনস্টেবল এম কে কুশওয়া, সহকারী উপ-পরিদর্শক রমেশ কুমার ও কনস্টেবল মহেশ কুমার।

পার্সটুডে এক প্রতিবেদনে জানায়, ওই ঘটনায় আরশাদ আহমেদ খান নামে জম্মু-কাশ্মির পুলিশের এক কর্মকর্তা ও স্থানীয় এক বাসিন্দা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ শহরের কেপি সড়কে টহলরত সিআরপি জওয়ানদের টার্গেট করে অজ্ঞাত গেরিলারা স্বয়ংক্রিয় রাইফেল থেকে এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে ওই হতাহতের ঘটনা ঘটে। এসময় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেডও নিক্ষেপ করা হয়। 

প্রাথমিকভাবে সিআরপিএফের এক মুখপাত্র সন্ত্রাসী হামলায় তিন সিআরপিএফ জওয়ান নিহত ও অন্য তিনজন আহত হয়েছেন বলে জানান। পরে নিহত জওয়ানের সংখ্যা বেড়ে ৫ জনে পৌঁছায়।

Bootstrap Image Preview