Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শ্রীলংকায় হামলাকারীর বন্ধুর খোঁজে তামিলনাডুতে তল্লাশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০১৯, ০৩:১২ PM
আপডেট: ১২ জুন ২০১৯, ০৩:১২ PM

bdmorning Image Preview


ইসলামিক স্টেট (আইএস) সহেন্দহে ভারতের তামিলনাড়ু রাজ্যের সাত জায়গায় তল্লাশি চালিয়েছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, এনআইএ আইএস এর সাথে সম্পর্ক রয়েছে এমন একটি মামলার তদন্ত করতে এ তল্লাশি চালায়।তারা এ মামলার প্রধান আসামির সঙ্গে শ্রীলংকায় গীর্জায় হামলাকারী জাহরান হাশিমের সম্পর্ক খুঁজে পায়। সে জাহরান হাশিমের ফেসবুক বন্ধু বলে জানিয়েছে এনআইএ।

তামিলনাড়ুর আনবু নগর, পোদানুর ও কুনিয়ামুতুর এলাকায় এ তল্লাশি করা হয়।

এর আগে গত এপ্রিলে এনআইএ জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রিয়াস আবুবকর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এনআইএ বলছে, আবুবকর পর্যটন অধ্যুষিত কেরালায় আত্মঘাতী হামলা করার পরিকল্পনা করছিল।

২৯ বছর বয়সী এ যুবক জানিয়েছে সে গ্রেপ্তার হওয়ার আগে শ্রীলংকায় ইস্টার সানডের দিনে গীর্জায় হামলার প্রধান পরিকল্পনাকারী জাহরান হাশিমের বক্তব্য ও ভিডিও শুনতেন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল খ্রীষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে মোট ২৫৩ জন প্রাণ হারান।

Bootstrap Image Preview