Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'আজব কারণে' রাস্তা খুঁড়লেন ইউপি সদস্য!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০১৯, ১১:৩০ AM
আপডেট: ১২ জুন ২০১৯, ১১:৩০ AM

bdmorning Image Preview


নিজেই করেছেন রাস্তা, পরিদর্শন না হলে বিল পাবেন না। অথচ এর মধ্যেই রাস্তাটি দিয়ে ভারী যানবাহন চলাচল করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। 'ক্ষতিগ্রস্ত রাস্তা' পরিদর্শনসাপেক্ষে বিলটিও আটকে যেতে পারে। তাই, নিজেই লোক দিয়ে রাস্তাটি খুঁড়ে যান চলাচল বন্ধ করেছেন। নাটোরের চকগোয়াস কুলপাড়ায় ইউপি সদস্য বাদশার এমন কাণ্ডে সবাই ভীষণ অবাক!

নাটোরের বাগাতিপাড়ায় নতুন রাস্তার বিল পেতে রাস্তা খুঁড়ে যান চলাচল বন্ধ করেছেন এক ইউপি সদস্য। মঙ্গলবার এমন কাণ্ড করেছেন উপজেলার পাঁকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য বাদশা।

স্থানীয়রা জানায়, ২০১৮-১৯ অর্থবছরের এলজিএসপি প্রকল্পের আওতায় চকগোয়াস কুলপাড়ায় ৬০ মিটার রাস্তার কাজ করেন ইউপি সদস্য বাদশা। রাস্তার কাজ শেষ হলেও চূড়ান্ত পরিদর্শনের অপেক্ষায় আছে রাস্তাটি। আর চূড়ান্ত পরিদর্শন শেষ হলে বিল উত্তোলন করতে পারবে ওই ইউপি সদস্য। এর মধ্যে ওই রাস্তায় ভারী মালামাল বহনকারী গাড়ি যাতায়াত করায় রাস্তাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এমন পরিস্থিতিতে পরিদর্শনে এলে সঠিক বিল উত্তোলন করতে পারবে না এমন দাবি ইউপি সদস্যের।

আর এমন ধারণা থেকেই নতুন রাস্তার শেষ দিকে যান চলাচল বন্ধ করতে কর্মসূচির চারজনকে দিয়ে রাস্তা খুঁড়ে প্রায় তিন ফুট গভীর করে গর্তের সৃষ্টি করার কথা স্বীকার করেন ইউপি সদস্য বদশা। রাস্তায় এমন গর্ত তৈরি হওয়াই পায়ে হেঁটে ছাড়া কোনো যানবাহন নিয়ে চলাচল করতে না পারায় চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা।

ইউপি সদস্যের এমন কাণ্ডে হতবাক হয়েছেন স্থানীয়রা।

Bootstrap Image Preview