Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করছে কানাডা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০১৯, ০২:৪৩ PM
আপডেট: ১১ জুন ২০১৯, ০২:৪৩ PM

bdmorning Image Preview


২০২১ সালের মধ্যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করতে যাচ্ছে কানাডা। সমুদ্রকে দূষণের হাত থেকে রক্ষা করতে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বিবিসির খবরে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য দেশের মতো কানাডাও এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে। বর্তমানে দেশটিতে মোট তিন মিলিয়ন টন প্লাটিক ব্যবহৃত হয়। আর এর মাত্র ১০ ভাগ পুনঃব্যবহৃত হয়।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্লাস্টিকের ব্যবহার রোধকে বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে মন্তব্য করেছেন। যেকোনো মূল্যে এ সমস্যা সমাধান করতে হবে বলেও তিনি জানান।

গত মে মাসে জাতিসংঘ ১৮০টি দেশকে প্লাস্টিক নির্গমন করতে বলেছে, যাতে করে সামুদ্রিক মাছ, তিমি, কচ্ছপ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর জীবন রক্ষা পায়। এ আহ্বানে সাড়া দিয়ে কানাডা সরকার শিগগিরই প্লাস্টিকের ব্যাগ, স্ট্র, প্লেট, গ্লাস ও চামচ নিষিদ্ধ করতে যাচ্ছে।

কানাডার প্রধানমন্ত্রী নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এমন ঘোষণা দিলেন ট্রুডো। আগামী শরতে অনুষ্টিতব্য এ নির্বাচনের প্রচারে ট্রুডোর এই ঘোষণা তাকে অনেকটাই এগিয়ে নেবে বলে মনে করছেন দেশটির রাজনৈতিক বোদ্ধারা।

Bootstrap Image Preview