Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমেরিকান গুপ্তচরকে মুক্তি দিচ্ছে ইরান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০১৯, ০২:৪৩ PM
আপডেট: ১১ জুন ২০১৯, ০২:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ইসলামি প্রজাতন্ত্র ইরান আমেরিকার পক্ষে গুপ্তচরবৃত্তি করার দায়ে আটক লেবাননের নাগরিক নিজার জাক্কাকে মুক্তি দেবে । লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের মধ্যস্থতার পর তেহরান জাক্কাকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি গতকাল (সোমবার) জানিয়েছে, জাক্কাকে খুব অল্প সময়ের মধ্যে হস্তান্তর করা হবে।

জাক্কা হলেন একজন প্রযুক্তি বিশেষজ্ঞ এবং তিনি আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করেন। আমেরিকার পক্ষে গুপ্তচরবৃত্তি করার জন্য ২০১৫ সালে ইরান তাকে আটক করে এবং বিচারের মাধ্যমে ২০১৬ সালে ১০ বছর কারাদণ্ড দেয়। একইসঙ্গে তাকে ৪২ লাখ ডলার জরিমানা করা হয়।

সূত্র বলছে, লেবাননের প্রেসিডেন্টের অনুরোধ ও মধ্যস্থতার কারণে জাক্কার মুক্তি সম্ভব হচ্ছে। প্রেসিডেন্ট আউনও অনলাইন আল-নাশরাকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে তিনি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে আলোচনা করেছেন বলে জানান।

Bootstrap Image Preview