Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২০ | ১৪ আশ্বিন ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

মোটরসাইকেল দুর্ঘটনা ইউল্যাবের ছাত্র নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০১৯, ১২:৫১ PM
আপডেট: ১১ জুন ২০১৯, ০১:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চুর ছেলে রাজধানীতে ট্রাকচাপায় নিহত হয়েছেন। তার নাম আকিব রেজা (২৩)। সে বেসরকারি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

মঙ্গলবার ভোরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্র জানায়, আকিব রেজা ঈদের ছুটি শেষে দৌলতপুর থেকে নৈশকোচে ভোরে ঢাকায় আসেন। ভুলে নৈশকোচের ভেতর ব্যাগ রেখে ঢাকার কল্যাণপুরে নেমে যান তিনি। এর পর মোহাম্মদপুরে নিজ বাসায় পৌঁছান।

পরে বাসায় ব্যাগের কথা স্মরণ হলে আকিব রেজা মোটরসাইকেলে ফের কল্যাণপুরে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে বিএনপি নেতা রেজা আহমেদ বাচ্চু মোল্লার ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর দৌলতপুর ছড়িয়ে পড়লে তারাগুনিয়া নিজ বাসভবনে বিএনপিদলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণ ভিড় করেন। এ সময় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

Bootstrap Image Preview