Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০১৯, ১১:২৬ AM
আপডেট: ১১ জুন ২০১৯, ১১:৪৩ AM

bdmorning Image Preview


আজ ১১ জুন। শেখ হাসিনার কারামুক্তি দিবস। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের এই দিনে তাঁর বিরুদ্ধে করা তৎকালীন অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের করা সবগুলো মামলায় জামিন পেয়ে মুক্তি পান তিনি। শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে দু বছর ধরে অবরুদ্ধ থাকা বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির দ্বার উন্মোচিত হয়।

২০০৭ সালে দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ড. ফখরুদ্দীন আহমদকে প্রধান উপদেষ্টা করে একটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। সামরিক বাহিনী ও দেশের একটি প্রভাবশালী মহল রাজনৈতিক সংস্কারের নামে বাংলাদেশের বৃহৎ দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির সভানেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতির বাইরে পাঠাতে তুমুল প্রচার-প্রচারণা ও প্রপাগান্ডা চালাতে থাকে, যা ‘মাইনাস টু ফর্মুলা’ নামে দেশের রাজনীতিতে খ্যাতি পায়, যার প্রধান কুশীলব বলে মনে করা হয় তৎকালীন সেনা প্রধান মইন ইউ আহমেদকে।

এরই ধারাবাহিকতায় ক্ষমতায় আসার মাত্র ৬ মাসের মধ্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ২০০৭ সালের ১৬ জুলাই তাঁর বাসভবন সুধাসদন থেকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। এর আগে তাঁর নামে অনেকগুলো মিথ্যা মামলা দায়ের করা হয়। কিন্তু সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ষড়যন্ত্র সফল হয়নি। শেখ হাসিনার প্রতি দেশবাসীর অকুণ্ঠ সমর্থনের কারণে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার।

শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে বিকাল সাড়ে ৫টায় এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া দিবসটি উপলক্ষে সকাল ১০টায় গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করেছে যুবলীগ। সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 

Bootstrap Image Preview