Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শুক্রবার, আগষ্ট ২০১৯ | ৮ ভাদ্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে অটো-ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১০ জুন ২০১৯, ০৫:১৪ PM
আপডেট: ১০ জুন ২০১৯, ০৫:১৪ PM

bdmorning Image Preview


জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যাটারি চালিত অটো-ভ্যানের চাপায় মাসরুফা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার শালাইপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু শালাইপুর গ্রামের মতিয়ার রহমানের মেয়ে।

নিহত মাসরুফার চাচা আবু হোসেন জানান, রবিবার সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশের রাস্তায় খেলছিলো। এসময় যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত অটো-ভ্যান শালাইপুর থেকে বেড়াখাই যাওয়ার পথে শিশুটিকে চাপা দিলে  শিশুটি গুরত্বর আহত হয়।

পরবর্তীতে পরিবারের লোকজন দেখতে পেয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান। সেখানের শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাতেই শিশুটিকে বগুড়ায় প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে শিশুটি মারা যায়। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

Bootstrap Image Preview