Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভালুকায় যুব উন্নয়ন অধিদপ্তরের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০১৯, ০৪:৫৬ PM
আপডেট: ১০ জুন ২০১৯, ০৪:৫৬ PM

bdmorning Image Preview


সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ভালুকায় যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত টেকাব শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় এক মাসব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (০৯ জুন) সকালে উপজেলা পরিষদ হল রুমে টেকাব শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় যুবকদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় আরও এগিয়ে নিতে ‘সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন’ নামে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ ।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবু আক্তার হোসেন খোকার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার মো. নাজিম উদ্দিন, প্রশিক্ষক জাকির ও সাইফুল ইসলাম।

এ কোর্সে এক মাসব্যাপী ৪০ জন প্রশিক্ষণার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

Bootstrap Image Preview