Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ক্রিকেটকে বিদায় জানালেন যুবরাজ সিং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০১৯, ০২:৫৬ PM
আপডেট: ১০ জুন ২০১৯, ০২:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সকল জল্পনা সত্যি করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন যুবরাজ সিং।

সোমবার সাংবাদিক বৈঠকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ক্রিকেটার।

যুবরাজ  বলেন, ২২ গজে ২৫ বছর কাটানোর পর আমি পরবর্তীর সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেটই শিখিয়েছে এগিয়ে চলার মন্ত্র।

আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরা যে খুবই কঠিন, তা ক্রমেই বোঝা যাচ্ছিল। শেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন গত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২০১২ সালে শেষবার দেশের হয়ে টেস্ট ম্যাচ খেলেছিলেন যুবরাজ। ২০১৯ আইপিএল ও প্রায় অবিক্রিত ছিলেন যুবি। তবে শেষ মুহূর্তে স্টাইলিশ বাঁ-হাতি'কে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও মাত্র ৪টি ম্যাচ খেলার সুযোগ পান যুবরাজ।

সূত্রের খবর, বিশ্বের বিভিন্ন টি টোয়েন্টি লিগে খেলার অপেক্ষায় রয়েছেন যুবরাজ। তাঁর কাছে আসা প্রস্তাব নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগও করেছেন ক্রিকেটার। রবিবার বোর্ডের এক কর্তা জানান, 'কানাডা, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডের থেকে টি-টোয়েন্টির প্রস্তাব এসেছে যুবরাজের কাছে। এ বিষয়ে বোর্ডের সঙ্গে কথা বলতে চেয়েছেন তিনি।'

উল্লেখ্য, ভারতীয় বোর্ডের অনুমোদন ছাড়া বিশ্বের অন্য কোনও দেশের টি-টোয়েন্টিতে অংশ নিতে পারেন না ভারতীয় ক্রিকেটাররা। সম্প্রতি বোর্ডের সঙ্গে চুক্তির বিরুদ্ধে গিয়ে ক্যারিবিয়ান ক্রিকেট লিগে সই করেছেন ইরফান পাঠান, যিনি এখনও এ দেশে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন। এই বিতর্কে ইতিমধ্যেই পাঠানকে নোটিশ পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা বাঁ-হাতি ব্যাটসম্যানদের মধ্যে একজন যুবরাজ সিং। মারকাটারি ব্যাটিং, দুর্দান্ত ফিল্ডিংয়ের পাশাপাশি স্পিন বোলিংয়েও দেশের হয়ে ম্যাচ জিতিয়েছিলেন যুবরাজ। ২০১১-র ওয়ানডে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য যুবরাজ ওই টুর্নামেন্টে ৩৬২ রান ও ১৫ উইকেট নিয়ে বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন। একইভাবে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারতীয় দলের সদস্য ছিলেন যুবি। ওই টুর্নামেন্টেও ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন তিনি। একদিনের ক্রিকেট ৮ হাজারের বেশি রান করা যুবরাজ ১৪টি শতরান ও ৫২টি অর্ধশতরান করেছেন।

পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত ক্রিকেটার ২০১১ সালে ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন। তবে মারণরোগের সঙ্গে লড়াই করে ফের ২২ গজে ফিরে আসেন যুবরাজ সিং।

Bootstrap Image Preview