Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, গ্রেফতার ৬

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০১৯, ১১:৫৫ AM
আপডেট: ৩১ মে ২০১৯, ১১:৫৫ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চেষ্টার অভিযোগে জেলা প্রশাসকের দুই স্বেচ্ছাসেবকসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩১মে) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে জেলা প্রশাসকের স্বেচ্ছাসেবক (ওমেদা) মো. দিপু সিকদার (২৪) ও মো. সাইফুল মৃধার (২৫) নাম জানা গেছে।

এবিষয় অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ জানান, অফিসাররা দরবার হলে কাজ করছিলেন। সেহরির সময় ওমেদা দু’জন খাবার নিয়ে আসেন। পরে দরবার হলের ভেতরে প্রশ্ন নিয়ে নাড়াচাড়া করেন। এ সময় তাদের আটক করে প্রত্যেককে একমাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষায় এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

Bootstrap Image Preview