Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

'জয় হিন্দ বাহিনী' ও 'বঙ্গ জননী বাহিনী' গড়বেন মমতা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০১৯, ১১:৩৪ AM
আপডেট: ৩১ মে ২০১৯, ১১:৩৪ AM

bdmorning Image Preview
সংগৃহীত


পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার নৈহাটিতে বৃহষ্পতিবার এক প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে মমতা বললেন, 'বঙ্গ জননী বাহিনী' ও 'জয় হিন্দ বাহিনী' গড়ে তোলা হবে। লোকসভার ফল ঘোষণার পর প্রায় গো-হারা হেরে গতকালই প্রথম সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা দেন, পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও ভারতীয় জনতা পার্টির মোকাবিলায় হচ্ছে দুই বাহিনী 'বঙ্গ জননী বাহিনী' ও 'জয় হিন্দ বাহিনী'।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর ২৪ পরগনার নৈহাটিতে প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে বলেন, 'বঙ্গ জননী বাহিনী' ও 'জয় হিন্দ বাহিনী'তে তৃণমূলের কর্মীরা কাজ করবেন। রাজ্যের প্রতিটি ব্লকে থাকবে এই বাহিনী।

বিজেপির হামলায় ঘরছাড়া তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়াতেই ছিল এই সভা। বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ আগেই করেছেন। এদিন তিনি বলেন, এ রাজ্য বাঙালি ও অ-বাঙালির মধ্যে বিভাজনেরও চেষ্টা করছে বিজেপি। বিজেপির এই প্রচেষ্টার বিরুদ্ধে লোকজনক সোচ্চার হতে বলেন। মমতা এদিন দাবি করেন, ভোটের ফল বেরোনোর পর থেকে বিজেপির আক্রমণে ৪০০ বাঙালি পরিবার ঘরছাড়া।

Bootstrap Image Preview