Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঢাকা ব্যাংকের ২ কর্মকর্তার ৭ বছরের জেল, ২ কোটি টাকা অর্থদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০৯:৩৮ PM
আপডেট: ৩০ মে ২০১৯, ০৯:৩৮ PM

bdmorning Image Preview


ভুয়া কাগজপত্র জমা দিয়ে সাড়ে ৬ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ঢাকা ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে ৭ বছর করে কারাদণ্ড ও ১ কোটি টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুর্নীতি দমন আইনে দায়ের করা মামলায় বরিশালের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মহসিনুল হক এই রায় দেন। মামলার আসামি বরিশালের অপর ৩ বিশিস্ট ব্যবসায়ীকে বেকসুর খালাশ দেওয়া হয়েছে।

দণ্ডিত দুই সাবেক ব্যাংক কর্মকর্তা হচ্ছেন- ঢাকা ব্যাংকের বরিশাল শাখার সাবেক ব্যবস্থাপক কেএইচএন আসাদুজ্জামান ও সাবেক সিনিয়র কর্মকর্তা মো. হুমায়ন কবীর। তারা রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন।

খালাস পাওয়া তিন ব্যবসায়ী হলেন, ঢাকা-বরিশাল রুটের এমভি কীর্তনখোলা লঞ্চের মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌস, সিটি করপোশেনের টানা ৪ বারের সাবেক কাউন্সিলর জাকির হোসেন জেলাল এবং ব্যবসায়ী আলতাফ হোসেন তালুকদার।

আদালত সূত্রে জানা যায়, ভুয়া ওয়ার্কঅর্ডার, জাল গ্যারান্টিপত্র, জাল এ্যাসেসমেন্ট ব্যবহার করে ঢাকা ব্যাংকের বরিশাল শাখা থেকে ৬ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৭২৬৫ টাকা ঋণ উত্তোলন করা হয়। দণ্ডিত দুই ব্যাংক কর্মকর্তা ২০১০ সালের ১৬ মে থেকে ২০১৩ সালের ৮ জুলাই ঢাকা ব্যাংকের বরিশাল শাখায় দায়িত্বপালনকালে এই জালিয়াতির ঘটনা ঘটে। পরে আত্মসাতের বিষয়টি ধরা পড়লে ব্যাংকের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট আব্দুল মালেক হাওলাদার বাদী হয়ে ২০১৩ সালের ৬ আগষ্ট একটি মামলা দায়ের করেন।

বরিশাল দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এবিএম আব্দুস সবুর মামলাটি তদন্ত করেন। দুই ব্যাংক কর্মকর্তা ও তিন ঠিকদার যোগাসাজস করে ব্যাংকের অর্থ আত্মসাত করেছে বলে ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলার অভিযোগপত্র দেয় দুদক।

Bootstrap Image Preview