Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০৮:৫৮ PM
আপডেট: ৩০ মে ২০১৯, ০৯:১০ PM

bdmorning Image Preview
প্রতীকী


হবিগঞ্জের মাধবপুর উপজেলার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থীকে ইচ্ছেকৃতভাবে অকৃতকার্য করে দেয়ার অভিযোগে প্রধান শিক্ষক বাবু বিজয় আচার্যের বিরুদ্ধে বিভাগী মামলা রুজু করা হয়েছে। সম্প্রতি প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের মহা পরিচালক মামলাটি রুজুর নির্দেশ প্রদান করেন।

ঘটনা সূত্রে জানা যায়, ২০১৮ সালে বার্ষীক পরিক্ষার আগে দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সোলেমান শাহ্’র মাধ্যমে বিদ্যালয়েই কোচিং বাণিজ্য শুরু করেন প্রধান শিক্ষক বিজয় আচার্য। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্মল ইন্দু সরকার প্রতিবাদ করেন।

কিন্তু প্রধান শিক্ষক কার্যনির্বাহী কমিটির সভাপতির কথার কোন কর্ণপাত না করেই কোচিং বাণিজ্য চালিয়ে যান। এক পর্যায়ে সভাপতি বিষয়টি তৎকালিন সহকারি শিক্ষা অফিসার শাহেলা তন্নিকে অবগত করেন। পরে শাহেলা তন্নি বিদ্যালয়ে উপস্থিত হয়ে কোচিং বাণিজ্য বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রধান শিক্ষক বিজয় আচার্য।

এক পর্যায়ে তিনি প্রতিহিংসাবশত ওই বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষায় ৭০ জন শিক্ষার্থীকে ইচ্ছেকৃতভাবে অকৃতকার্য দেখিয়ে কার্যনির্বাহী কমিটির সদস্যদের স্বাক্ষর ছাড়াই রেজাল্ট শীট জেলা শিক্ষা অফিসারের কাছে জমা দেন। এতে করে বিপাকে পড়ে অকৃতকার্য হওয়া ৭০ জন শিক্ষার্থী। এ ঘটনায় অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়।

প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের মহা পরিচালক বিষয়টি জানতে পেরে তদন্তের দায়িত্ব দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে। পরবর্তীতে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিষয়টি নিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে মর্মে মহা পরিচালকের কাছে প্রতিবেদন জনা দেন। এরই প্রেক্ষিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রেজ্জাক জানান, তদন্তে বিষয়টির সত্যতা পাওয়া গেছে তাই বিভাগীয় মামলা রুজু হয়েছে।

Bootstrap Image Preview