Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রুট-রয়ের ব্যাটে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০৫:০০ PM
আপডেট: ৩০ মে ২০১৯, ০৫:০০ PM

bdmorning Image Preview


লন্ডনের কেনিংটন ওভালে (দ্য ওভালে) বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ড। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ইংলিশরা। তবে জেসন রয় এবং জো রুটের ব্যাটিং দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছে ইংলিশরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার ৪ বল শেষে ১ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ স্বাগতিকদের। ব্যাট করছেন জেসন রয় (৪৯)  এবং জো রুট (৪৯)।

এর আগে বৃহস্পতিবার ওভালে টস জিতে অদ্ভুতভাবেই পেস আক্রমণের স্বর্গরাজ্যে স্পিন দিয়ে বোলিং ওপেন করেছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। 

ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই বেয়ারস্টোকে ফেরত পাঠিয়ে ম্যাজিক দেখান ইমরান তাহির। এতে করে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই 'গোল্ডেন ডাক' এর ঘটনা দেখা গেল। আর এই বিব্রতকর রেকর্ডের মালিক হয়ে গেলেন জনি বেয়ারস্টো। 

অন্যদিকে বেয়ারস্টোকে আউটক করার মাধ্যমে চলতি বিশ্বকাপের প্রথম উইকেট শিকার করেন ইমরান তাহির।

ইংল্যান্ডের দল

ইয়ান মরগান (অধিনায়ক), মইন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

দক্ষিণ আফ্রিকার দল

ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, অ্যাডান মার্কওরাম, ডেভিড মিলার, ইমরান তাহির, ডেল স্টেইন, আন্দিল ফেহলুকাওয়ো, কাগিসো রাবাদা, ডোয়েন প্রিটোরিয়াস, আনরিচ নর্টিজ, লুঙ্গি এনডিগি, রাশি ভেন দার দাসুন ও তাব্রিজ শামসি।

Bootstrap Image Preview