Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতিবন্ধী কলেজছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০৯:০৩ PM
আপডেট: ২৯ মে ২০১৯, ০৯:০৩ PM

bdmorning Image Preview


অর্থের অভাবে এক প্রতিবন্ধী কলেজছাত্রের লেখাপড়া বন্ধ হয়ে যাবার পথে। তবে ফের তাকে কলেজ ক্যাম্পাসে ফিরিয়ে আনতে আর্থীক সহায়তা নিয়ে তারই পাশে দাড়ালেন সুনামগঞ্জের জেলা প্রশাসক।

মঙ্গলবার (২৮ মে) সুনামগঞ্জ সরকারি কলেজে বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র শারীরিক প্রতিবন্ধী সুজিত শর্মাকে শিক্ষা সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষা সহায়তা বাবদ তাকে প্রথম দফায় দশ হাজার টাকা প্রদান করা হয়।

সুজিত শর্মা বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের আদুখালি গ্রামের প্রান্তিক কৃষক মনোরঞ্জন শর্মা ও জয়ন্তী শর্মার সন্তান। ছোটবেলা থেকে ইচ্ছা লেখাপড়া করে কোনো এ ব্যাংকে চাকরি করবে। কিন্তু তার স্বপ্নে বাধা হয়ে যায় শারীরিক ও আর্থীক প্রতিবন্ধকতা।

তার বাবা মনোরঞ্জ শর্মা অন্যের জমি বর্গা করে বোরো ধান চাষ করেন। বর্তমানে অনেক অভাব অনটনে দিন কাটছে তাদের। এক পর্যায়ে অর্থের অভাবে তার লেখা পড়াও প্রায় বন্ধ হয়ে পড়ে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুজিতের করুণ অবস্থার কথা জানতে পেরে জেলা প্রশাসক সুজিতের লেখাপড়া চালিয়ে যেতে তাকে সার্বিক সহায়তার জন্য উদ্যোগ গ্রহণ করেন।

বুধবার (২৯ মে) জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, সুজিত শর্মার বিষয়টি জানতে পেরে তার খোঁজ-খবর নেয়া হয়েছে। তার শিক্ষা সহায়তা বাবদ প্রতি মাসে দুই হাজার টাকা করে জেলা প্রশাসন থেকে প্রদান করা হবে। পাশাপাশি তার যাতায়াতের জন্য একটি হুইল চেয়ার এবং কলেজের পাশে ছাত্রদের সাথে থাকার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরো বলেন, সুজিতের যেহেতু ব্যাংকে চাকুরি করার আগ্রহ রয়েছে সেক্ষেত্রে লেখাপড়া শেষে তার সেই যোগ্যতা অর্জনের পর আমার বিশ্বাস এ জেলায় আমি না থাকলেও পরবর্তী যে কোন জেলা প্রশাসক বা দানশীল ব্যক্তিরা তার পাশে দাড়াবেন এবং তার স্বপ্ন পূরণে কেউ না কেউ এগিয়ে আসবেন।

Bootstrap Image Preview