Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বন্ধ করে দেওয়া হলো ঋতুপর্ণার শুটিং!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০৮:২৮ PM
আপডেট: ২৯ মে ২০১৯, ০৮:২৮ PM

bdmorning Image Preview


টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। তার বয়সের অনেকেই এখন নায়িকার চরিত্র ছেড়ে অন্য ধরনের চরিত্রে অভিনয় করছেন। অনেকে আবার সিনেপাড়া থেকেই বিদায় নিয়েছেন। কিন্তু তিনি এখনো দাপিয়ে বেরাচ্ছেন টালিপাড়া। শুধু টালিপাড়া নয় এই নায়িকাকে মাঝে মধ্যে বলিউড ও ঢালিউডে অভিনয় করতে দেখা যায়।

বুধবার (২৯ মে) সকালবেলা অন্যান্য দিনের মতোই ব্যস্ত ছিল ভারতের জলপাইগুড়ি সদর হাসপাতাল চত্বর। রোগীরা রুটিন চেকআপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছিলেন না রুগীরা। এর কারণ হিসাবে জানা যায়, গোটা হাসপাতাল চত্বরজুড়ে তখন চলছিল বলিউড সিনেমা ‘বাঁশুরি’র শুটিং। সিনেমটির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

সময় যত যাচ্ছিল ততই শুটিং দেখার জন্য বাড়তে থাকে ভিড়। শুটিং সংশ্লিষ্ট একজন জানান, হাসপাতালটির লেপ্রসি বিভাগে শুটিং চলছিল। সকাল ৯টা থেকে শুরু হয় সিনেমাটির শুটিং। কর্মদিবসে হাসপাতালের প্রবেশদ্বার আটকে শুটিং চলায় বেজায় চটেছেন স্বাস্থ্যকর্মীসহ রুগী ও তাদের আত্মীয়-স্বজনরা। তাদের বক্তব্য, হাসপাতালের প্রবেশদ্বার আটকে সিনেমার শুটিং চলায় কাজে ব্যাঘাত ঘটছে।

এরই পরিপ্রেক্ষিতে শুটিং বন্ধ করার অনুরোধ জানান, কর্মচারী সংগঠনের সম্পাদক এবং রোগীকল্যাণ সমিতির প্রাক্তন সদস্যরা। এরপরই, উত্তেজনা বাড়তে থাকলে খবর যায় অতিরিক্ত জেলাশাসক সুনীল আগরওয়ালের কাছে। স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হওয়ার খবর পেয়ে ক্ষুব্ধ জেলা প্রশাসন।

তৎক্ষণাৎ মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকারকে ডেকে হাসপাতাল চত্বরে শ্যুটিং বন্ধ করার নির্দেশ দেন অতিরিক্ত জেলা শাসক। এরপরই তারা বাধ্য হয় শুটিং বন্ধ করতে।

Bootstrap Image Preview