Bootstrap Image Preview
ঢাকা, ১৯ বুধবার, মে ২০২১ | ৪ জ্যৈষ্ঠ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

২৭ হাজার টাকায় ফ্রিজ কিনে প্রাইভেটকার পেলেন কৃষক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০৭:৩৭ PM
আপডেট: ২৯ মে ২০১৯, ০৭:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


২৭ হাজার টাকায় ওয়ালটন ফ্রিজ কিনে ১৫ লাখ টাকা দামের নিটল টাটা’র ১২০০ সিসি টিয়াগো প্রাইভেট কার পুরষ্কার পেলেন কৃষক মন্তাজ আলী (৫৭)। মন্তাজ আলীর বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার ডুবারপাড়া গ্রামে।

জানা গেছে, গত রবিববার গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়নে অবস্থিত ওয়ালটনের এক্সক্লুসিভ ডিলার কিরণ ইলেকট্রনিক্স থেকে ঈদ অফারের ২৭ হাজার টাকা মূল্যের একটি ফ্রিজ কেনেন মন্তাজ। আর তাতেই বাজিমাত। এলাকায় এখন মন্তাজকে নিয়ে র‌্যালি-হোলিসহ চলছে আনন্দ উৎসব। মন্তাজ নাজিরপুর ইউনিয়নের ডুবারপাড়া গ্রামের বাসিন্দা।

বুধবার বেলা সাড়ে ১১টায় ওয়ালটন প্লাজা চাঁচকৈড় শাখায় আনুষ্ঠানিকভাবে ওই প্রাইভেট কারের চাবি মন্তাজ আলীর হাতে তুলে দেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবদুল কুদ্দুস।

এ সময় গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম, ওয়ালটনের রাজশাহী বিভাগীয় প্রধান নুরুল ইসলাম, পাবনা জোনের এরিয়া ম্যানেজার আখতার হাবিব খান শূর, ক্রেডিট অফিসার রেয়াজুল হাকিম উজ্জল ও চাঁচকৈড় ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক কুমার অভিজিৎ গৌড় উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview