Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধার দেয়ার ভয়ে মুখোশ পরে লটারির কোটি টাকা গ্রহণ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০৫:৩২ PM
আপডেট: ২৯ মে ২০১৯, ০৫:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মুখোশ পরে লটারির টাকা নিলেন জ্যামাইকার এক ব্যক্তি। ১১ লাখ মার্কিন ডলারের বেশি লটারি জিতেছেন। কিন্তু তিনি চান না তার স্বজনরা সেটা জানুক। কারণ লোভী স্বজনরা সেটা জানলেই হয়তো তার কাছে টাকা চেয়ে বসবেন। এর জন্যই মুখোশ পরে লটারির টাকা নিলেন তিনি। খবর ফক্স নিউজের।

এ সময় নিজের পরিচয় গোপন করে ছদ্মনাম এ. চ্যাম্পবেল বলে উল্লেখ করেছেন তিনি। এদিকে ন্যাশন্স সুপার লোটো থেকে পাওয়া লটারির টাকা পেতে ৫৪ দিন অপেক্ষা করতে হয়েছে চ্যাম্পবেলকে। গত বছরের নভেম্বরে তিনি এই লটারি জিতেছিলেন।

নিজের পরিচয় গোপন করে ছদ্মনাম এ. চ্যাম্পবেল এসব বলেন। অর্থলোভী স্বজনদের যেন টাকা দিতে না হয় সে জন্যই মুখোশ পরে লটারির টাকা নেয়ার সিদ্ধান্ত নেন তিনি।

সেন্ট লুসিয়া নিউজকে তিনি বলেন, আমি যেদিন জিতেছি, আমি অসুস্থ হয়ে পড়ছি। আমার মাথা তিন দিনের জন্য ক্ষতি হয়, কারণ আমি এত চিন্তা করছিলাম যে দুই সপ্তাহের জন্য আমার পেট খারাপ ছিল।

তিনি জানিয়েছেন, লটারির এই টাকা দিয়ে তিনি একটি সুন্দর বাড়ি কিনবেন। তার একটি ছোট ব্যবসা আছে। তিনি লটারির টাকা দিয়ে এই ব্যবসাকে আরও বড় করবেন।

এর আগে গত জুনে আরও এক সুপার লোটো লটারি বিজয়ী একটি ইমোজি মাস্ক পরে লটারির টাকা নেয়ার সিদ্ধান্ত নেন।

নিজের পরিচয় গোপন করতেই মাস্ক পরার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

Bootstrap Image Preview