Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঈদে বাড়ি যাচ্ছেন? জেনে নিন কিছু টিপস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ১২:৫৬ PM
আপডেট: ২৯ মে ২০১৯, ১২:৫৬ PM

bdmorning Image Preview


ঈদের আর বেশি দিন বাকি নেই। পরিবারের সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অধিকাংশ মানুষ নাড়ির টানে গ্রামে ফিরে যায়। যে কারণে যাত্রাপথে বাড়তি চাপ থাকে। ফলে যেতে হয় সাবধানে, খেয়াল রাখতে হয় অনেক বিষয়ে। যারা ঈদে বাড়ি যাচ্ছেন, তাদের জন্য রইলো কিছু টিপস—

১. ব্যাগের সংখ্যা বাড়াবেন না। প্রয়োজনে বড় একটি ব্যাগে মালামাল বহন করুন।
২. দিনের বেলা ভ্রমণ হলে রমজানের পবিত্রতা রক্ষা করবেন।
৩. রাতে ভ্রমণ হলে যার-তার দেওয়া কোন কিছু খাবেন না।
৪. লঞ্চে যাতায়াত করলে নিজের মালামালের দিকে খেয়াল রাখবেন।
৫. অতিরিক্ত যাত্রী হয়ে বাস, লঞ্চ, স্পিড বোট বা ট্রেনে ওঠা থেকে বিরত থাকবেন।
৬. সঙ্গে শিশু থাকলে কোলে করে রাখুন। হাঁটতে পারলে হাত ধরে রাখুন।

৭. নারীরা যথাসম্ভব ভিড় এড়িয়ে চলার চেষ্টা করবেন। কারণ এতে হয়রানির শিকার হতে পারেন।
৮. যাত্রাপথে এটা-সেটা কেনা থেকে বিরত থাকুন। খাদ্যদ্রব্য না কেনাই ভালো।
৯. প্রয়োজনের অতিরিক্ত জিনিস নিয়ে ভ্রমণ করবেন না। এতে চলাফেরায় বিঘ্ন ঘটতে পারে।
১০. সঙ্গে পর্যাপ্ত ভাঙতি টাকা রাখুন। তা না হলে ফিরতি টাকা পেতে ঝাক্কি-ঝামেলা পোহাতে হয়।
১১. মোবাইল ফোন, মানিব্যাগ, পার্স, ভ্যানিটি ব্যাগ সাবধানে রাখবেন।
১২. প্রাথমিক চিকিৎসার জন্য কিছু ওষুধ-পথ্য সঙ্গে রাখতে পারেন।
১৩. নিরাপত্তাজনিত প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন করতে পারেন।
১৪. টাকা লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। প্রয়োজনে জাল নোট পরীক্ষা করে নিবেন।
১৫. বাহন ছাড়ার নির্ধারিত সময়ের আগেই স্টেশনে যাবেন, না হলে বিড়ম্বনায় পড়তে পারেন।

Bootstrap Image Preview