Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘একটি করে রঙিন জামা’ শিরোনামে ঈদবস্ত্র বিতরণ

মোঃ ইমরুল কায়েস
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ০৮:২৭ PM
আপডেট: ২৮ মে ২০১৯, ০৮:২৭ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


‘একটি করে রঙিন জামা’ স্লোগানকে সামনে রেখে প্রথম আলো বন্ধুসভার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।

সোমবার (২৭ মে) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণের কাজ সম্পন্ন করা হয়। এ সময় ২০৭ জন সুবিধাবঞ্চিত পথশিশু ঈদবস্ত্র পায়।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, রেজিস্ট্রার ড. মো.মহিউদ্দিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো.আকরাম হোসেন, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শেখ সেমন্তি, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ফয়সাল ইমরানসহ প্রথম আলো বন্ধুসভার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জাফির আহমেদ ও সম্পাদক মাহবুব হাসান ।

বন্ধুসভা বিশ্বাস করে ঈদের আনন্দ ছড়িয়ে পড়তে হবে সকলের মাঝে এবং সুবিধাবঞ্চিত পথশিশুর জন্য সবসময় পাশে থাকবে প্রথম আলো বন্ধুসভার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা।

ভবিষ্যতেও প্রথম আলো বন্ধুসভার এই শাখা এ ধরণের কর্মসূচি অব্যাহত রাখবে বলে অনুষ্ঠানে জানান আয়োজকেরা।

Bootstrap Image Preview