Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে নৌ-যান থেকে চাঁদাবাজি, কারাগারে ৭

হাবিব সরোয়ার আজাদ
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ০৮:১৮ PM
আপডেট: ২৮ মে ২০১৯, ০৮:১৮ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


সুনামগঞ্জের সুরমার নৌ-পথে বিভিন্ন নৌ-যান থেকে অবৈধভাবে চাঁদা আদায়কালে ৭ জনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) পুলিশ গ্রেফতারকৃতদের আদালতের হাজির করলে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।

গ্রেফতারকৃতরা হল, সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়ার নুরুল ইসলামের ছেলে আবুল কালাম, একই পাড়ার নুর উদ্দিনের ছেলে দিলু মিয়া, হুমায়ুন কবিরের ছেলে মাজহারুল ইসলাম, সদর উপজেলার উরার কান্দা গ্রামের মিজানুর রহমানের ছেলে সেলিম মিয়া, একই গ্রামের আবুল হোসেনের ছেলে ফরহাদ মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলার মাজের টেক গ্রামের মৃত আলতাফ আলীর ছেলে সাজ্জাদ আলী, একই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে কাছম আলী।

র‌্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার ফয়সল আহমদ জানান, সুনামগঞ্জ সদর উপজেলার সাহেববাড়ি ঘাটে সংঘবদ্ধ হয়ে সুরমা নদীতে চলাচলকারি বালু পাথর ও বিভিন্ন পণ্যবাহী নৌ যান থেকে অবৈধ চাঁদা আদায়কালে সোমবার ওই সাত জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের থেকে সিমসহ ০৯টি মোবাইল ফোন সেট ও চাঁদাবাজির আদায়কৃত নগদ টাকা জব্দ করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ জানান,আটককৃতদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে জনস্বার্থে একটি চাঁদাবাজির মামলা দায়েরের পর তাদের আদালতে হাজির করা হয়।  আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

Bootstrap Image Preview