Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে কৃষকের ফসল কেটে দিলেন পুলিশ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ০৭:৪০ PM
আপডেট: ২৮ মে ২০১৯, ০৭:৪০ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


নরসিংদীতে যখন কৃষকদের যখন ধান কাটা নিয়ে শ্রমিকের সংকট তৈরী হয়। তখনি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দুজ্জামানসহ থানার অন্যান্য কর্মকর্তারা মিলে কৃষকের ধান কেটে দেয়।

২৮ মে রোজ মঙ্গলবার চরাঞ্চলে কৃষকের ফসল কেটে দেন তারা।  নরসিংদী জেলার পুলিশ সূত্রে জানা যায় যে,তাদের সদস্য রয়েছে প্রায় ১৪০০ জন। রয়েছে ৭টি থানা।

কিন্তু কোনো থানার অফিসার ইনচার্জ (ওসি) কোনো সময়ে এ জেলায় মাঠ পর্যায়ে কৃষকের ফসলী জমি কেটে দেওয়ার উদ্যোগ নেয়নি বলে জানান কৃষক কফিল উদ্দিন।   

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামান জানান, সরকারি ধারাবাহিক উন্নয়নের আমরা পুলিশ সদস্যরাও একটি অংশ। তাই কৃষক যখন তার ফসলী জমিতে আগুন লাগিয়ে দেয়। তা দেখে আমাদেরও মন খারাপ হয়। তাই আজ ২৮ মে রোজ মঙ্গলবার কৃষকের ফসলী জমি কেটে দেওয়ার আমরা একটি উদ্যোগ নেই।    

এদিকে আইন বিশেষজ্ঞরা মনে করেন, প্রতিটি থানার কর্মকর্তারা যদি এভাবে কৃষকদের প্রতি সহনশীল আচরণ করে তাহলে পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ফিরে আসবে। পুলিশ ও জনসাধারণের মাঝে বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে।

Bootstrap Image Preview