Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাগড়াছড়িতে ২০ বস্তা রেশনের চাল জব্দ, আটক ১

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ০৭:৩৩ PM
আপডেট: ২৮ মে ২০১৯, ০৭:৩৩ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা ২০বস্তা রেশনের চাল জব্দ করেছে মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

এ ঘটনায় মাটিরাঙ্গা বাজারের চাল ব্যাবসায়ী মোঃ সফিকুল ইসলাম (৬৩) কে আটক করে মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

পরে আটককৃত সফিকুল ইসলাম কে মাটিরাঙ্গা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুদ্দিন ভুঁইয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলীর ছোট ভাই মোঃ ওসমান গনি গুচ্চগ্রামের রেশনের ২০বস্তা চাল সফিকুল ইসলামের কাছে বিক্রি করেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালের দিকে সেনাবাহিনী ও পুলিশ মাটিরাঙ্গা বাজারে মোঃ সফিকুল ইসলামের দোকানে অভিযান চালিয়ে গুচ্চগ্রামের ২০ বস্তা রেশনের চাল উদ্ধার করেন।

অপরদিকে, গুচ্চগ্রামের সরকারি রেশন সামগ্রী অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করার অপরাধে চাল বিক্রেতা মোঃ ওসমান গনি ও ক্রেতা মোঃ সফিকুল ইসলামের বিরুদ্দে এস আই মহিউদ্দন সুমন বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ সামসুদ্দিন ভুঁইয়া বলেন, এ ঘটনায় আটক সফিকুল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামী ওসমান গনি কে আটকের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview