Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চাঁদা না দেওয়ায় প্রবাসীর স্ত্রী-শিশুকে পিটিয়ে আহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ০৬:৪০ PM
আপডেট: ২৮ মে ২০১৯, ০৬:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


শরীয়তপুরের নড়িয়া উপজেলায় চাঁদা না পেয়ে দক্ষিণ আফ্রিকা প্রবাসী কামাল চোকদারের স্ত্রী ও কন্যাকে পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ মে) সকালে উপজেলার নশাসন ইউনিয়নের শাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের শাওড়া গ্রামের কামাল চোকদার বেশ কয়েক বছর ধরে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। স্বামী প্রবাসে থাকলেও স্ত্রী নুপুর বেগম (৩২) ও কন্যা ইভা আক্তার (১২) গ্রামের বাড়িতেই থাকেন।

কয়েক দিন আগে একই গ্রামের শাহজাহান চোকদার, হাকিম চোকদার, পারভেজ চোকদারসহ আরও কয়েকজন নুপুর বেগমের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে ভুক্তভোগী নুপুর বেগম এ ঘটনায় নড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে শাহজাহান চোকদার, হাকিম চোকদার, পারভেজ চোকদারসহ তাদের সঙ্গীরা গৃহবধু নুপুর ও তার শিশু কন্যা ইভাকে পিটিয়ে আহত করেন। পরে গুরুতর আহত অবস্থায় গৃহবধু নুপুর ও তার মেয়ে ইভাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা।

এ বিষয়ে আহত নুপুর বেগম বলেন, শাহজাহান চোকদার, হাকিম চোকদার, পারভেজ চোকদারদের দাবি অনুযায়ী চাঁদা না দেওয়ায় এবং থানায় অভিযোগ করায় তারা আমার ও আমার মেয়ের ওপর হামলা করেছে।

এ সময় তারা আমার ঘর থেকে নগদ তিন লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালঙ্কারসহ দামি একটি মোবাইল ফোন নিয়ে গেছে। আমি পুলিশ প্রশাসনসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে সঠিক তদন্ত ও ন্যায় বিচার প্রার্থনা করছি।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview