Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পত্নীতলায় অবৈধ মজুদ সন্দেহে ১ ট্রাক গম জব্দ

সিয়াম সাহারিয়া, পত্নীতলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ০৬:০৯ PM
আপডেট: ২৮ মে ২০১৯, ০৬:০৯ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


নওগাঁর পত্নীতলায় খাদ্য গুদামে অবৈধ মজুদ সন্দেহে ১ ট্রাক গম আটক করেছে স্থানীয় প্রশাসন। 

গত সোমবার (২৭ মে) রাত দশটার দিকে গমসহ ট্রাকটি আটক করা হয়।মঙ্গলবার (২৮ মে) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম। 

তিনি জানান, কৃষকের নাম করে সরকারি খাদ্য গুদামে অবৈধ ভাবে গম মজুদ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গুদামে অভিযান চালানো হয়। এসময় অবৈধ ভাবে মজুদের উদ্দেশ্যে আনা ২২ মেট্রিকটন গমসহ একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২০-৩৭৩৫ ) আটক করা হয়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে খাদ্য বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বা ব্যক্তিরা কৃষকের নামে অবৈধ ভাবে গম মজুদ করার চেষ্টা করছিল। 

তবে ঘটনা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

পত্নীতলা খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) মশিউর রহমান অবৈধ ভাবে গম মজুদের কথা অস্বীকার করেছেন।

Bootstrap Image Preview