Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পদ্মার ভাঙন কব‌লিতদের মা‌ঝে চাল বিতরণ

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ১০:২০ PM
আপডেট: ২৭ মে ২০১৯, ১০:২০ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ঈ‌দের বিশেষ উপহার হি‌সে‌বে শরীয়তপুরের ন‌ড়িয়া উপজেলায় পদ্মা ভাঙন কব‌লিত মানু‌ষের মা‌ঝে চাল বিতরণ করা হ‌য়ে‌ছে।

সোমবার (২৭ মে) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে ন‌ড়িয়া পৌরসভা চত্ব‌রে ৫ হাজার ৮১ প‌রিবা‌রের মা‌ঝে ৩০ কে‌জি ক‌রে চাল বিতরণ ক‌রেন পা‌নিসম্পদ উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।

চাল বিতরণকা‌লে প্রধান অতি‌থি পা‌নিসম্পদ উপমন্ত্রী শামীম ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নি‌র্দেশে ন‌ড়িয়া উপজেলার পদ্মা নদী ভাঙন কব‌লিত মানু‌ষের মা‌ঝে ঈদের বি‌শেষ উপহার হি‌সে‌বে চাল বিতরণ করা হলো।   এছাড়া মোক্তা‌রের চর, কেদারপুরসহ বি‌ভিন্ন ইউনিয়নে ভাঙন কব‌লিত‌দের মা‌ঝে চাল বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, ঈদে নদীপ‌থে হয়রা‌নি, ডাকাতি ও চাঁদাবাজি ব‌ন্ধে পু‌লিশ প্রশাসন মোতা‌য়েন করা হয়েছে। ল‌ঞ্চে যেন অতি‌রিক্ত যা‌ত্রী না তো‌লা হয় এবং যাত্রী‌দের কাছ থে‌কে অতি‌রিক্ত ভাড়া না নেওয়া হয়, সেজন্য লঞ্চ মা‌লিকদের নির্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।

এ সময় ন‌ড়িয়া উপ‌জেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়, অতি‌রিক্ত পু‌লিশ সুপার (ন‌ড়িয়া সা‌র্কেল) কামরুল হাসান, ন‌ড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া উপ‌জেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম্যান হাজ্বী আব্দুল ওহাব ব্যাপারী, ন‌ড়িয়া থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) একেএম মঞ্জুরুল হক আকন্দ প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

Bootstrap Image Preview